ওয়াশিংটন, 30 মে : মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা ৷ শনিবার সেখানকার টেনেসি শহরের ন্যাশভ্যালির কাছে একটি হ্রদে ওই বিমান ভেঙে পড়ে ৷ তবে সেটি আকারে ছোট ছিল ৷ এই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিচয়ও জানা গিয়েছে বলে জানানো হয়েছে রাদারফোর্ড কাউন্টি সরকারের তরফে ৷
শনিবার স্থানীয় সময় সকাল 11 টা নাগাদ ওই বিমান স্মিরনা বিমানবন্দর থেকে উড়েছিল ৷ গন্তব্য ছিল পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ কিন্তু উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই ওই বিমান ভেঙে পড়ে ৷