পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জর্জিয়ার 3 মাসাজ পার্লারে দুষ্কৃতী হামলা, মৃত 7 - USA

উত্তর-পূর্ব আটলান্টায় দুই দফায় গুলি চালানোর ঘটনা ঘটে ৷ একই রাস্তার মুখোমুখি দু'টি পার্লারে গুলি চলে ৷ অন্য ঘটনাটি ঘটে সিরিকি কাউন্টিতে ৷

7-died-in-shootings-at-3-massage-parlours-at-georgia-usa
7-died-in-shootings-at-3-massage-parlours-at-georgia-usa

By

Published : Mar 17, 2021, 8:45 AM IST

জর্জিয়া, 17 মার্চ: একই এলাকার তিনটি ম্যাসাজ পার্লারে দুষ্কৃতী হামলা ৷ এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল সাতজনের ৷ আহত আরও তিন ৷ অ্যামেরিকার জর্জিয়ার আটলান্টার ঘটনা ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর-পূর্ব আটলান্টায় একই রাস্তার মুখোমুখি দু'টি পার্লারে দুই দফায় গুলি চলে ৷ অন্য ঘটনাটি ঘটে সিরিকি কাউন্টিতে ৷ আটলান্টা প্রশাসন তদন্ত করে দেখছে তিনটি পার্লারের ঘটনায় যোগসূত্র আছে কিনা ৷

আরও পড়ুন: অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

পুলিশ প্রথমে পাঁচজনকে উদ্ধার করে ৷ এদের মধ্যে ঘটনাস্থানে দু'জনের ৷ তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে একজনের মৃত্যু হয় ৷

আটলান্টা পুলিশ জানিয়েছে, পিয়েডমন্ট রোডের একটি ম্যাসাজ পার্লারে ডাকাতি হচ্ছে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থানে পৌঁছান ৷ সেখান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয় ৷ অন্যদিকে আরও একটি ম্যাসাজ পার্লারের সামনের রাস্তায় গুলি চালানোর ঘটনায় আপৎকালীন ফোন পায় পুলিশ ৷ সেখানে পৌঁছে পুলিশকর্মীরা দেখেন ততক্ষণে একজনের মৃত্যু হয়েছে ৷ পরে মৃতের সংখ্যা বাড়ে ৷ সব মিলিয়ে তিনটি ম্যাসাজ পার্লারে গুলি চালনার ঘটনায় সাতজনের মৃ্ত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা দুই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details