রিও দে জেনেইরো, 30 জুলাই : ব্রাজ়িলের জেলে বন্দীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল 52 জনের । তার মধ্যে 16 জনকে মুণ্ডচ্ছেদ করে মেরে ফেলা হয়েছে । মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জেল কর্তৃপক্ষের । ঘটনাটি উত্তর ব্রাজ়িলের পারা জেলার ।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল 7টা নাগাদ বন্দীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । এক গোষ্ঠীর বন্দীরা অন্য গোষ্ঠীর লোকেদের একটি সেলে আগুন লাগিয়ে দেয় । আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । ওই সেলের বন্দীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় । এরইমধ্যে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । মৃতদের মধ্যে কয়েকজন দমবন্ধ হয়ে মারা গেছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে । 16 জনকে আবার মুণ্ডচ্ছেদ করে খুন করা হয়েছে । গোষ্ঠীসংঘর্ষের সময় দু'জন কারারক্ষীকে পণবন্দী করা হয়েছিল । পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ।