টরন্টো (কানাডা), 14 মার্চ : কানাডার টরন্টোয় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ ভারতীয় পড়ুয়ার (5 Indian Students died in an Accident in Toronto) ৷ গুরুতর জখম হয়েছেন আরও দু'জন ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ স্থানীয় সময় অনুযায়ী শনিবার দুর্ঘটনাটি ঘটে ৷ ভারতীয় দূতাবাসের তরফে পড়ুয়াদের বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ মৃত পাঁচ পড়ুয়ার নাম হরপ্রীত সিং, জসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান এবং পবন কুমার ৷
কানাডায় ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়া জানিয়েছেন, পড়ুয়াদের যাবতীয় সহযোগিতার জন্য তাঁদের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ পড়ুয়াদের পরিজনদের সমবেদনা জানিয়ে একটি টুইটও করেছেন ৷