ওয়াশিংটন, 17 এপ্রিল : ফের আমেরিকায় বন্দুকবাজের দৌরাত্ম্য ৷ ইন্ডিয়ানায় ফেডেক্স ফেসিলিটিতে গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের ৷ তাঁদের মধ্যে চারজন শিখ ৷ শুক্রবার ভোরে এলোপাথাড়ি গুলি চালিয়ে 8 জনকে খুন করার করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী হয় 19 বছরের ব্র্যান্ডন স্কট হোল ৷
ডেলিভারি সার্ভিস ফেসিলিটিতে প্রায় 90 শতাংশ কর্মীই ভারতীয়-আমেরিকান বলে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্যে আবার অধিকাংশ স্থানীয় শিখ সম্প্রদায়ের ৷ কমিউনিটির নেতা গুরিন্দর সিং খালসা মৃত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, "এটা খুবই দুঃখজনক ৷ এই ঘটনা শিখ সম্প্রদায়কে বিপর্যস্ত করে দিয়েছে ৷"
আরও পড়ুন:করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর
মৃত শিখদের মধ্য়ে তিন জন মহিলা ও একজন পুরুষ ৷ গুলিবিদ্ধ হয়ে আরও একজন শিখ হাসপাতালে ভর্তি ৷ এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ বাইডেন বলেছেন, "ভাইস প্রেসিডেন্ট ও আমি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেছি ৷ রাতের অন্ধকারে ইন্ডিয়ানাপোলিস পুলিশের আওতায় এটা হয়েছে ৷ 8 জনের মৃত্যু হয়েছে ও হত্যাকারী আত্মহত্যা করেছে ৷"
এই ঘটনা দুঃখপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি বলেছেন, "ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্স ফেসিলিটিতে শ্যুটিং-এর ঘটনায় গভীরভাবে শোকাহত ৷ মৃতদের মধ্যে ভারতীয় আমেরিকান শিখ সম্প্রদায়ের মানুষেরাও রয়েছেন ৷ শিকাগোয় আমাদের কনস্যুলেট জেনারেল মেয়র ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ যাবতীয় সাহায্য করা হবে ৷"