পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলায় মৃত 3 - gilroy garlic festival

ক্যালিফোর্নিয়ার গিলরয়তে খাদ্য উৎসবে দুষ্কৃতী হামলা ৷ মৃত্যু হয়েছে এক দুষ্কৃতী সহ কমপক্ষে চারজনের ।

ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলায় মৃত 3

By

Published : Jul 29, 2019, 12:13 PM IST

ক্যালিফর্নিয়া, 29 জুলাই : ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলা ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের । ঘটনায় জখম হয়েছে আরও 15 জন । পুলিশের গুলিতে মৃত্য়ু হয়েছে এক দুষ্কৃতীরও।

ক্যালিফোর্নিয়ার গিলরয়তে চলছিল খাদ্য উৎসব । সেই সময় সেখানে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী । গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় । পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর ।

গিলরয়ের পুলিশ প্রধান স্কট স্মিথ ঘটনার বিষয়ে বলেন, "কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী আমাদের অনুমান এই ঘটনায় আরও একজন দুষ্কৃতী জড়িয়ে আছে । বিষয়টি খতিয়ে দেখছি ।" স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে টুইট করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

ABOUT THE AUTHOR

...view details