ডালাস, 6 জুলাই : ডালাসে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু ৷ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন ৷ ডালাস পুলিশের তরফে জানানো হয়েছে, 4 জুলাই মাঝ রাতে ডালাসের নেবারহুড এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাঁরা এখনও কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি ৷ গুলি চালানোর কারণ এবং কোন পরিস্থিতিতে এই গুলি চালানো হয়েছিল তা পুলিশ যাচাই করে দেখছে ৷
ডালাসের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রাস্তার উপরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ ৷ গাড়িটির মধ্যে একাধিক বুলেটের ক্ষত ছিল ৷ আর তার চারদিকে বুলেটের শেল পড়েছিল ৷ গাড়ির ভিতরে 5 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ তাঁদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা 3 জনকে মৃত ঘোষণা করে ৷ তবে, আক্রান্তদের নাম এখনই পুলিশের তরফে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে ৷ পরিবারের সদস্য়রা তাঁদের চিহ্নিত করার পর সেই প্রক্রিয়া শুরু করা হবে ৷