টেক্সাস, 4 ফেব্রুয়ারি : টেক্সাস বিশ্ববিদ্যালয়ে চলল গুলি ৷ ঘটনায় দুই যুবতির মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছে দুই বছরের এক শিশুও ৷ টেক্সাসের এ অ্যান্ড এম কমার্স বিভাগের ক্যাম্পাসের রেসিডেন্স হলে গতকাল গুলি চালায় দুষ্কৃতী ৷ গুলিতে জখম শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
টেক্সাস বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলা, মৃত 2 - টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হানা
এর আগেও অক্টোবরে কমার্স ক্যাম্পাসের সামনে গুলি চালানোর ঘটনায় দু'জন মারা গিয়েছিল ৷ গতকাল ফের দুষ্কৃতীর হানায় প্রাণ হারায় দু'জন ৷ জখম দু'বছরের এক শিশুও ৷
ফাইল ছবি
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রাইড রক রেসিডেন্স হল থেকে স্থানীয় সময় 10টা 17 মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি ফোন যায় ৷ এরপরই ঘটনাটি নিয়ে তদন্তে নামে ইউনিভার্সিটি পুলিশ চিফ ব্রায়ান ভন ৷
অ্যামেরিকায় বিগত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়গুলিতে একাধিক গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ গত বছর অক্টোবরেও কমার্স ক্যাম্পাসের সামনে গুলি চালানোর ঘটনায় দু'জন মারা গিয়েছিল ৷ জখম হয়েছিল আরও কমপক্ষে 12 জন ৷