গ্রিনভিল, 5জুলাই : দক্ষিণ ক্যারোলিনার একটি নাইটক্লাবে চলল গুলি । দুইজনের মৃত্যু হয় । জখম অন্তত আটজন ।
গত রাত দুটো নাগাদ একটি লঞ্জে কিছু সমস্যা হয় বলে বুঝতে পারেন গ্রিনভিল কাউন্টির শেরিফ কর্মীরা । দুই কর্মী বিষয়টি লক্ষ্য করেন । তাঁরা দেখেন, ওই বাড়ি থেকে অনেক মানুষ ছুটে বেরিয়ে আসছেন । আতঙ্কে এইদিক ওইদিক ছোটাছুটি করছেন । ওই বাড়ির ভিতর থেকেই গুলি চলে বলে সাংবাদিক বৈঠকে জানান শেরিফ হবার্ট লিউইস । ঘটনার একটির বিষয়ে প্রাথমিক এক বিবৃতি প্রকাশ করেন জিমি বোল্ট । এই বিষয়ে নিশ্চিত করেন, সব গুলি বাড়ির ভিতর থেকেই চলেছিল ।