পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে চলল গুলি, মৃত 2 - kill

নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে গুলি চলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ৷ জখম 4 ৷

ছবিটি প্রতীকী

By

Published : May 1, 2019, 8:32 AM IST

Updated : May 1, 2019, 9:22 AM IST

শার্লট (অ্যামেরিকা), 1 মে : শার্লটের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে চলল গুলি ৷ এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ চারজন জখম হয়েছে ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গতকালই শিক্ষাবর্ষের শেষদিন ছিল৷ আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে ৷

বিকেল 5টা 45 নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কেনেডি হলের কাছে ঘটনাটি ঘটে ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, গুলি চলার পর পুলিশ ঘটনাস্থানের দিকে ছুটে যায় ৷ সেইসময় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷

শার্লট-ম্যাকলেনবার্গ পুলিশ বিভাগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিশ্ববিদ্যালয়ে একজন শুটার ছিল ৷ এর বেশি কোনও তথ্য দিতে চাননি ওই মুখপাত্র ৷

শার্লটের মেয়র ভি লাইলস টুইট বার্তায় লেখেন, "নর্থ ক্যারোলিনার ঘটনায় আমরা বিস্মিত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ যারা জখম হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে তাদের পাশে রয়েছি আমরা ৷"

Last Updated : May 1, 2019, 9:22 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details