শার্লট (অ্যামেরিকা), 1 মে : শার্লটের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে চলল গুলি ৷ এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ চারজন জখম হয়েছে ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গতকালই শিক্ষাবর্ষের শেষদিন ছিল৷ আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে ৷
বিকেল 5টা 45 নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কেনেডি হলের কাছে ঘটনাটি ঘটে ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, গুলি চলার পর পুলিশ ঘটনাস্থানের দিকে ছুটে যায় ৷ সেইসময় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷