পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভার্জিনিয়ায় আততায়ী হামলা; মৃত 12, জখম 6 - Dead 11

ভার্জিনিয়ায় আততায়ী হামলায় মৃত্যু হল 12 জন সাধারণ মানুষের । শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ অ্যামেরিকার ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল বিল্ডিং চত্বরে আততায়ী হামলা চালায় ।

ভার্জিনিয়া

By

Published : Jun 1, 2019, 6:11 AM IST

Updated : Jun 1, 2019, 8:33 AM IST

ভার্জিনিয়া, 1 জুন : ভার্জিনিয়ায় আততায়ী হামলা । মৃত্যু হল 12 জন সাধারণ মানুষের । জখম হন আরও 6 জন ।

শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ অ্যামেরিকার ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল বিল্ডিং চত্বরে আততায়ী হামলা চালায় । পুলিশ সূত্রে খবর, সে দীর্ঘদিন ধরে ভার্জিনিয়া বিচেরই বাসিন্দা । যদিও এখনও পর্যন্ত আততায়ীর পরিচয় জানা যায়নি ।

আততায়ীকে প্রতিহত করতে পুলিশও পালটা গুলি ছোড়ে । পুলিশের ছোড়া গুলিতে তার মৃত্যু হয় । ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল সেন্টারের ক্যাম্পাসে যখন সরকারি কর্মীরা কাজ করছিলেন, তখনই রাস্তা দিয়ে হেঁটে এসে ওই আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ।

এই ঘটনায় জখমদের ভার্জিনিয়া বিচ জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার পর মেয়র ববি ডায়ার বলেন, "ভার্জিনিয়া বিচের ইতিহাসে এটা একটা দুঃখজনক অধ্যায় ।"

Last Updated : Jun 1, 2019, 8:33 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details