পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভার্চুয়াল দুনিয়ায় সম্ভার বাড়ছে ইমোজির, বাইশে আসছে 107 টি নতুন পিক্টোগ্রাম

স্মার্ট ফোন থেকে সোশ্য়াল মিডিয়া ৷ আরও বাড়ছে ইমোজির সম্ভার ৷ 2022 সালে 107 টি নতুন ইমোজি চালু হচ্ছে ভার্চুয়াল জগতে ৷ তাতে থাকছে বিভিন্ন ধরনের বিন, প্রেগন্যান্ট পুরুষ এবং ফিঙ্গার হার্টের মতো আরও অনেক মজার ছবি ৷

107-new-emojis-will-release-in-2022
ভার্চুয়াল দুনিয়ায় সম্ভার বাড়ছে ইমোজির, বাইশে আসছে 107 টি নতুন পিক্টোগ্রাম

By

Published : Jun 18, 2021, 3:23 PM IST

ওয়াশিংটন, 18 জুন :আসছে বছর আরও বাড়ছে ইমোজির ভাঁড়ার ৷ সূত্রের খবর, 2022 সালে 107 টি নতুন ইমোজির ডেবিউ হবে ভার্চুয়াল জগতে ৷ যার মধ্য়ে রয়েছে বিভিন্ন ধরনের বিন, প্রেগন্যান্ট পুরুষ এবং ফিঙ্গার হার্ট (যা কে-পপ স্টার্সের মঞ্চে বিখ্যাত হয়েছিল) ৷ এই নতুন ইমোজিগুলির ব্যবহার শুরু হয়ে গেলে ভার্চুয়াল দুনিয়ায় সব মিলিয়ে এই মজাদার পিক্টোগ্রামের সংখ্যা বেড়ে হবে 3 হাজার 460 ৷ ইতিমধ্যেই নির্ণায়ক সংস্থা ইউনিকোড কনসোর্টিয়াম এই নতুন ইমোজিগুলি প্রকাশের ক্ষেত্রে তাদের অনুমতি দিয়ে দিয়েছে ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি ৷

হিসাব বলছে, 2020 সালে ইউনিকোড ইমোজি 13.0 এবং 13.1 আপডেটের আওতায় 334 টি নতুন ইমোজির আত্মপ্রকাশ ঘটেছিল ৷ আর চলতি বছর (2021) সব মিলিয়ে 207 টি নতুন ইমোজি চালু করা হবে ৷ ইতিমধ্যেই যে ইমোজিগুলি ব্য়বহারে চলে এসেছে, সেগুলির মধ্যে বুদবুদওয়ালা চা, প্ল্য়াকার্ড, রূপান্তরকামী পতাকা অন্যতম ৷ এছাড়াও, আগামী দিনে জ্বলন্ত হৃদয়, দাড়িওয়ালা মহিলা, পরস্পরের সঙ্গে কথা বলা যুগলের মতো বহু নতুন ইমোজি হাতে পেয়ে যাবেন ব্য়বহারকারীরা ৷ আর এগুলো সবই চালু হয়ে যাবে এ বছরের মধ্যে ৷

আরও পড়ুন :বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরের খোঁজ মিলল বতসোয়ানায়

প্রসঙ্গত, আমজনতা তাঁদের ফোনে এবং সোশ্য়াল মিডিয়ায় কোন ইমোজি দেখতে বা ব্যবহার করতে পারবেন, সেটা নির্ভর করে মার্কিন অলাভজনক সংস্থা ইউনিকোড কনসোর্টিয়ামের উপর ৷ 1995 সাল থেকে এমনটাই হয়ে আসছে ৷ সেই সময় মাত্র 76 টি পিক্টগ্রামকে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল এই সংস্থা ৷

প্রসঙ্গত, ইউনিকোড কনসোর্টিয়াম নিজে ইমোজি তৈরি করে না ৷ তারা শুধু বিষয়টির উপর নজরদারি চালায় ৷ 1991 সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছে তারা ৷ সংশ্লিষ্ট সংস্থাগুলি যে ইমোজি বা পিক্টোগ্রাম তৈরি করে, তার মাপকাঠি নির্ধারণ করে এই ইউনিকোড কনসোর্টিয়াম ৷ তাদের ছাড়পত্র মিললে একমাত্র তবেই সেগুলি সাধারণের নাগালে আসে ৷

আরও পড়ুন :মাইক্রোসফ্ট সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সত্য নাদেলা

পাশাপাশি, এখনকার দিনের ইমোজির ব্যবহারের জন্য আর একজনের নাম না নিলেই নয় ৷ তিনি হলেন ইন্টারফেস ডিজাইনার শিগেতাকা কুরিতা ৷ 1999 সালে 176 টি পিক্টোগ্রামের এক সমষ্টি তৈরি করেছিলেন তিনি ৷ যেগুলি অত্যন্ত সাদামাটা ধরনের ৷ একটি জাপানি ফোন অপারেটর সংস্থার জন্য এই কাজ করেছিলেন শিগেতাকা ৷ বস্তুত, 2010 সালের মধ্যেই জাপানে ইমোজির ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছিল ৷ পরে অবশ্য ইমোজির প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ধার্য করে দেয় ইউনিকোড কনসোর্টিয়াম কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details