পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

উড়তে গিয়ে হ্যাঙারে ধাক্কা, ডালাসে বিমান দুর্ঘটনায় মৃত 10 - federal aviation authority

অ্যামেরিকার ডালাসে উড়ানের সময় হ্যাঙারে ধাক্কা মেরে বিমান দুর্ঘটনা । যার জেরে বিমানে থাকা 10 জনেরই মৃত্যু হয়েছে ।

ডালাসে বিমান দুর্ঘটনায় মৃত 10

By

Published : Jul 1, 2019, 9:12 AM IST

ডালাস, 1 জুলাই : অ্যামেরিকার ডালাসে বিমান দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে । উড়ানের সময় হ্যাঙারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি । ডালাসের কাছে অ্যাডিসন বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে ।

ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় সকাল 9টায় বিমানটি উড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারায় । এরপর রানওয়ের পাশে একটি ফাঁকা হ্যাঙারে গিয়ে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে বিমানটিতে আগুন ধরে যায় ।

বিমানে 10 জন যাত্রী ছিলেন । আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও যাত্রীদের বাঁচানো যায়নি । প্রশাসন মৃতদের পরিচয় জানায়নি এখনও । দুর্ঘটনার তদন্তে নেমেছে ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যামেরিকার ন্যাশানাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ।

ABOUT THE AUTHOR

...view details