পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইয়েমেনে প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ - cairo

মিশরের ইয়েমেন হাধরামৌত সরকার প্রথম কোরোনায় আক্রান্তের খবর প্রকাশ করল । আজ ভোরে তাঁদের সুপ্রিম জাতীয় জরুরি কমিটি টুইটে এই কথা জানায় ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 2:32 PM IST

কায়রো, 10 এপ্রিল : কোরোনায় জর্জরিত গোটা বিশ্ব । এবার মিশরের ইয়েমেন হাধরামৌত সরকার তাঁদের দেশে প্রথম কোরোনায় আক্রান্তের খবর প্রকাশ করল । আজ ভোরে তাঁদের সুপ্রিম জাতীয় জরুরি কমিটি টুইটে এই কথা জানায় ।

কমিটি আরও জানিয়েছে যে, আক্রন্তের অবস্থা এখন স্থিতিশীল । চিকিৎসার ক্ষেত্রে সে সাড়া দিচ্ছে । প্রসঙ্গত, রাষ্ট্র সংঘ এবং পশ্চিমি দেশগুলি আগেই যুদ্ধবিধস্ত দেশগুলিতে কোরোনার প্রাদুর্ভাব নিয়ে ইঙ্গিত করেছিল । মিলে গেল সে কথা ৷

উল্লেখ্য, বর্তমানে সমগ্র বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও অবধি বেড়ে দাঁড়িয়েছে 16 লাখ 5 হাজার 732 । তার মধ্যে মৃতের সংখ্যা এখনও অবধি 95 হাজার 718 । সুস্থ হয়েছেন প্রায় 3 লাখ 54 হাজার 972 ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details