হায়দরাবাদ, 3 ডিসেম্বর:রোগীর পুনরায় সংক্রমিত (Reinfections with Omicron) হওয়ার সম্ভাবনা বিটা ওডেল্টা ভ্যারিয়েন্টের (Beta or Delta variants) তুলনায় তিন গুণ বেশি ওমিক্রনে (Omicron )৷ প্রাথমিক একটি গবেষণার পর এমনটাই দাবি করলেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা (South African scientists) ৷ কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট (Omicron variant) প্রাথমিক অনাক্রমণতা এড়িয়ে সংক্রমণ ঘটাতেও পারদর্শী বলে দাবি করেছেন তাঁরা ৷
করোনা পজিটিভ প্রায় 2.8 মিলিয়ন ব্যক্তির মধ্যে 35,670 জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷ 90 দিনের ব্যবধানে ফের কোভিডে আক্রান্ত হলে তাকে পুনরায় সংক্রমণ বলা হয়ে থাকে ৷ দেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্বারা সংগৃহীত তথ্য অনুসন্ধানে দেখা গিয়েছে যে, প্রাথমিক ভাবে সংক্রমিত হওয়ার অনাক্রমণতাকে এড়াতে সক্ষম ওমিক্রন ৷ এই গবেষণা মেডিক্যাল প্রিপ্রিন্ট সার্ভারে আপলোড করা হয়ে গেলেও তার কোনও পিয়ার-রিভিউ এখনও হয়নি ৷
দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অফ এক্সিলেন্স ইন এপিডেমিয়োলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালিসিসের (South African DSI-NRF Centre of Excellence in Epidemiological Modelling) অধিকর্তা জুলিয়েট পুলিয়াম (Juliet Pulliam) টুইটে লিখেছেন, "সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে ঘটেছে, যাদের প্রাথমিক সংক্রমণ কোভিডের তিনটি ঢেউ জুড়ে ঘটেছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাথমিক সংক্রমণের ঘটনা ঘটেছে ডেল্টার ক্ষেত্রে ৷"
আরও পড়ুন:Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?