বামাকো (মালি) , 3 নভেম্বর : ফরাসি সেনার বিমান হামলায় খতম 50 জনের বেশি জঙ্গি ৷ ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে , এই 50 জন আল-কায়দার সঙ্গে যুক্ত ৷ সোমবার ফরাসি সরকার দাবি করেছে , তাদের সেনা সেন্ট্রাল মালিতে বিমান হামলা চালিয়ে জঙ্গিদের খতম করেছে ৷
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি মালির অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছিলেন, বুর্কিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী একটি জায়গায় শুক্রবার এই আক্রমণ চালানো হয়েছিল । তিনি বলেন , " মালিতে 30 অক্টোবর বরখানে সেনা একটি অভিযান চালায় ৷ এই অভিযানে 50 জনেরও বেশি জিহাদিকে খতম করে এবং অস্ত্র ও আরও নানা জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷ প্রায় 30টি মোটরবাইক ধ্বংস করা হয়েছে ৷ "