রাষ্ট্র সংঘ, 30 এপ্রিল : COVID-19 প্রাদুর্ভাবের কারণে লকডাউন চলছে প্রায় বিশ্ব জুড়ে। আর এরফলে শ্রমদানের সময় ক্রমাগত নষ্ট হচ্ছে । এর ফলে আগামীদিনে বিশ্বের প্রায় অর্ধেক শ্রমিক, অর্থাৎ প্রায় 1.6 বিলিয়ন কর্মী তাদের জীবিকা হারাতে চলেছে । আন্তর্জাতিক শ্রম সংস্থা এই কথা জানিয়েছে । একই সঙ্গে খুচরো ও উৎপাদন ঝুঁকির মতো ''হার্ড-হিট'' খাতে যুক্ত 430 মিলিয়নেরও বেশি সংখ্যক উদ্যোগও চরম ক্ষতির মুখে পড়তে চলেছে বলে রাষ্ট্র সংঘ সূত্র জানিয়েছে ।
বুধবার প্রকাশিত হয়েছে আইএলও মনিটরের( ILO Monitor) তৃতীয় সংস্করণ: COVID-19 অ্যান্ড ওয়াল্ড অব ওয়ার্ক । কাজের জগৎ নিয়ে এই ফলাফলগুলি প্রকাশিত হয়েছে। বিশ্বব্যাপী প্রায় 3.3 বিলিয়ন শ্রমিক রয়েছে। তার মধ্যে দুই বিলিয়নের 'ইনফর্মাল' অর্থনীতির অধীনে চাকরি করে। 'ইনফর্মাল' অর্থাৎ করের আওতাধীন নয় কিংবা সরকারের নিয়ন্ত্রিত নয় এমন অর্থনীতির ক্ষেত্রেশ্রমবাজারে তারাই সবচেয়ে দুর্বল শ্রমিক।
সংস্থাটি বলেছে যে COVID-19 মহামারী ফলে উদ্ভুত অর্থনৈতিক মন্দার ফলে 'ইনফর্মাল' অর্থনীতিতে কাজ করা 1.6 বিলিয়ন শ্রমিকের জীবিকা নির্বাহ করা কষ্টকর। এই শ্রমিকেরা হার্ড-হিট সেক্টরগুলিতে কাজ করে । ILO-র হিসাব অনুসারে, লকডাউনের ফলে বিশ্বব্যাপী এইসব সেক্টরগুলিতে প্রথম মাসে আয়ের পরিমাণ 60 শতাংশ হ্রাস পেয়েছে।