পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কৃষ্ণাঙ্গদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ব্রাজ়িলে - বর্ণ বৈষম্য

ব্রাজ়িলে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের হত্যার বিরুদ্ধে প্রতিবাদে নামল সাও গনকালোর 200-র বেশি বাসিন্দা। তারা ব্রাজ়িলের প্রেসিডেন্ট ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়।

Protests against racial violence
Protests against racial violence

By

Published : Jun 6, 2020, 7:40 PM IST

রিও দে জেনেইরো, 6 জুন : শুক্রবার ব্রাজ়িলের রিও দে জেনেইরোর নিকটবর্তী সাও গনকালোর 200-র বেশি বাসিন্দা বর্ণ বিদ্বেষ ও পুলিশের হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে ।

প্রতিবাদীদের অধিকাংশই ছিল কৃষ্ণাঙ্গ পড়ুয়া । তারা ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসেনারো ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে সিটি হলের উদ্দেশে এগিয়ে যায়। প্রতিবাদীদের হাতে ছিল " ব্ল্যাক লাইভস ম্যাটার " লেখা ব্যানার।

প্রতিবাদীরা কেবল অ্যামেরিকায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন না, পাশাপাশি ব্রাজ়িলে কয়েকশো কৃষ্ণাঙ্গের হত্যার বিরুদ্ধেও প্রতিবাদ দেখাচ্ছিলেন। অভিযোগ, মূলত রিও দে জেনেইরোর ফাভেলাসেই সম্প্রতি বহু কৃষ্ণাঙ্গকে হত্যা করে পুলিশ।

সম্প্রতি 14 বছরের কিশোর জোয়াও পেড্রো পিন্টোর হত্যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনার দিন, সাও গনকালোর বাসিন্দা পেড্রো নিজের বাড়িতেই খুড়তুতো ভাই-বোনেদের সঙ্গে ছিল। পুলিশ মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গুলি চালায়, যা বাড়ির ভিতরে থাকা পেড্রোর গায়ে লাগে এবং তার মৃত্যু হয়। প্রায় একদিন ধরে নিখোঁজ থাকা পেড্রোর দেহ তাঁর মা-বাবা ফরেনসিক দপ্তর থেকে উদ্ধার করে। পেড্রোর হত্যায় পুলিশের যোগ সূত্র নিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত শুরু হয়েছে।

পাবলিক সিকিউরিটি ইনস্টিটিউশনের তরফ থেকে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, একদিকে যেমন 2019 সাল থেকে ব্রাজ়িলে খুনের ঘটনা হ্রাস পেয়েছে, অন্যদিকে রিও দে জেনেইরোতে পুলিশের হাতে মৃত্যুর ঘটনা অবিশ্বাস্য হারে বৃদ্ধি পেয়েছে।

ABOUT THE AUTHOR

...view details