পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মিশরে ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত 32 জনের - Egypt

মিশরে ট্রেন দুর্ঘটনা ৷ প্রাণ গেল অন্তত 32 জনের ৷ অভিযোগ, বেহাল পরিকাঠামো ও দেখভালের অভাবেই বারবার এমন ঘটনা ঘটছে মিশরে ৷

32 Killed, 66 Injured As Two Trains Collide In Egypt
মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত 32 জনের

By

Published : Mar 26, 2021, 7:28 PM IST

কায়রো, 26 মার্চ :দু’টি ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল অন্তত 32 জনের ৷ জখম হয়েছেন আরও অন্তত 66 জন ৷ শুক্রবার দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ মিশরের সোহাগ প্রদেশের তাহতা জেলায় ৷

প্রশাসনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, দুর্ঘটনার পরই কয়েক ডজন অ্য়াম্বুলেন্স পাঠানো হয় ঘটনাস্থলে ৷ রাজধানী কায়রো থেকে যার দূরত্ব প্রায় 460 কিলোমিটার ৷

সংবাদমাধ্যমের হাতে আসা একটি ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার অভিঘাতে ট্রেন দু’টির বেশ কয়েকটি কামরা একেবারে উল্টে যায় ৷

প্রসঙ্গত, ইদানীংকালে একের পর এক ট্রেন দুর্ঘটনায় রীতিমতো বিধ্বস্ত অবস্থা মিশরের ৷ অভিযোগ, নিম্নমানের পরিকাঠামো এবং দেখভালের অভাবেই বারবার এমন ঘটনা ঘটছে ৷

2002 সালে কায়রোয় একটি ভিড়ে ঠাসা ট্রেনে আগুন ধরে যায় ৷ তাতে প্রাণ যায় 373 জনের ৷ তারপর থেকে বহুবার ঘটেছে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ৷ কিন্তু পরিস্থিতির কোনও বদল হয়নি বলেই অভিযোগ আমজনতার ৷

আরও পড়ুন :আমেরিকার সুপারমার্কেটে বন্দুকবাজের হামলা, মৃত 10

গত বছরের মার্চ মাসেও কায়রোয় দু’টি ট্রেনের সংঘর্ষে গুরুতর জখম হন অন্তত 13 জন ৷ রেল কর্তৃপক্ষের দাবি ছিল, খারাপ আবহাওয়ায় সিগনালিং ব্যবস্থা ঠিকমতো কাজ না করাতেই এই দুর্ঘটনা ঘটে ৷

2019 সালের ফেব্রুয়ারিতে কায়রো স্টেশনে লাইনচ্যুত একটি ট্রেনে আগুন ধরে যায় ৷ তাতে প্রাণ হারান 20 জনেরও বেশি ৷ যার জেরে পরিবহণ মন্ত্রীকে ইস্তফা পর্যন্ত দিতে হয় ৷ শুক্রবারের ঘটনায় আরও একবার মুখ পুড়ল মিশর পরিবহণ মন্ত্রকের ৷

ABOUT THE AUTHOR

...view details