মেদিনীপুর, 4 ফেব্রুয়ারি: পরপর দু'বছর দু'টি রেকর্ড ৷ আর তাতেই আহ্লাদে আটখানা চার বছরের ছোট্ট প্রিয়ম । এবারে রেকর্ড হয়েছে টপ ট্যালেন্টেড কিড (top talented kid) অর্থাৎ সেরা প্রতিভাবান শিশু হিসেবে । 40 সেকেন্ডে 40টি দেশের রাজধানীর নাম গড়গড়িয়ে বলতে পারে প্রিয়ম ৷ বড় হয়ে সে চায় বাবার মতো সেনাবাহিনীতে যোগ দিতে ৷ যদিও মা চায় নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাক সন্তান ।
পশ্চিম মেদিনীপুরের (West Midnapore news) চার বছরের ছোট্ট প্রিয়ম । তার মাথায় এখন ইন্টারন্যাশনাল রেকর্ডসের শিরোপা (wonder kid creates Record)। তার গৌরবে উচ্ছ্বসিত জঙ্গলমহল । মেদিনীপুর শহরের শেষ প্রান্তে রাঙামাটির বাড়িতে প্রিয়ম বড় হয়ে উঠছে । সবার নজরকাড়া ছটফটে প্রিয়ম সহজে বলতে পারে ভারতের জাতীয় সঙ্গীত ৷ আধো-আধো গলায় উচ্চারিত জন-গণ-মন মন জয় করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্মকর্তাদের । তার ঠোঁটস্থ সংস্কৃত মন্ত্র, ইংরেজিতে পাখি-অঙ্গের নাম, সাধারণ জ্ঞানের প্রশ্ন আরও কতকিছু ৷
এখানেই শেষ নয়, টিভিতে দেখা যে কোনও গানের নাচও সহজেই রপ্ত করে ফেলে । রং-পেন্সিলে সুন্দর ছবি আঁকাতেও পারদর্শী ৷ প্রিয়মের প্রতিভার কথা তুলে ধরে তার মা আবেদন করেছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ।