সিডনি, 10 জানুয়ারি : সিডনিতে চলা তৃতীয় টেস্টে বর্ণবিদ্বেষের ঘটনায় এবার সরব হলেন প্রাক্তন দুই অজ়ি ক্রিকেটার মাইক হাসি এবং শেন ওয়ার্ন। ভয়ংকর ঘটনা বলে এর নিন্দা করলেন দুই প্রাক্তন ক্রিকেটার । প্রসঙ্গত, সিডনিতে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে জসপ্রিত বুমরা এবং মহম্মদ সিরাজকে দর্শক গ্যালারি থেকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়।
বর্ণবৈষম্যের ঘটনায় সিডনির দর্শকদের সমালোচনায় হাসি ও ওয়ার্ন - মহম্মদ সিরাজ
ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে মহম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাকে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার হতে হয়। গোটা ঘটনার জেরে আজ চতুর্থ দিনে ম্যাচ চলাকালীন বেশকিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
![বর্ণবৈষম্যের ঘটনায় সিডনির দর্শকদের সমালোচনায় হাসি ও ওয়ার্ন terrible-behaviour-hussey-warne-slam-scg-crowd-racial-abuse](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:48:04:1610259484-10186846-racism.jpg)
সেই নিয়েই এক সাক্ষাৎকারে মাইক হাসি বলেন, “এটি ভয়ংকর আচরণ এবং আমি বিশ্বাস করতে পারছি না, আজকের সময়েও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এদের আজীবন ক্রিকেট মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা উচিত।" হাসির সঙ্গে সহমত পোষণ করেছেন প্রাক্তন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি বলেন, “গত একবছর ধরে বিশ্বে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ঘটনা খুবই চিন্তার বিষয়। সত্যি বলতে, খুবই অপমানজনক।”
শনিবার তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর মাঠের ধারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং আইসিসির প্রতিনিধি ও সিডনির নিরাপত্তা আধিকারিকদের দীর্ঘ আলোচনা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই জানা যায় ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে মহম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাকে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার হতে হয়। গোটা ঘটনার জেরে আজ চতুর্থ দিনে ম্যাচ চলাকালীন বেশকিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।