কাঁকসা, 28 অগাস্ট : কাঁকসায় বালি পাচারে জাল চালান চক্রের হদিশ । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়েছে সেই চক্রের একজন পান্ডা । তার নাম মিলন অধিকারী । ধৃতের কাছ থেকে একটি 9 mm পিস্তলসহ বেশ কিছু জাল চালান উদ্ধার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়ি । গতকাল ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ।
কাঁকসা ব্লকের দুই প্রান্তে অজয় ও দামোদর নদ । এই দুই নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হয় । অবৈধ এই বালিঘাট কার দখলে থাকবে তা নিয়ে এলাকায় প্রায়ই অশান্তি চলে । বেআইনি বালি তোলা বন্ধ করতে গিয়ে খোদ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককেও বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হতে হয়েছে ।