পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / headlines

TMC Criticizes BJP Over Netaji Hologram : উধাও নেতাজির হলোগ্রাম, জাগোবাংলায় বিজেপিকে তুলোধোনা তৃণমূলের - Centre says on Netaji Hologram vanish

ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি বসানো নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত ছিল । এর মধ্যে ভ্যানিশ হয়ে যায় নেতাজি হলোগ্রাম । বিষয়টি নিয়ে দলের মুখপত্রে বিজেপির কড়া সমালোচনা করল তৃণমূল ৷

Netaji Hologram
Netaji Hologram

By

Published : Feb 4, 2022, 3:21 PM IST

Updated : Feb 4, 2022, 3:47 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : গতকাল রাতে দিল্লির রাজপথে সদ্য বসানো নেতাজির হলোগ্রাম উধাও হয়ে যায় । এরপরই এনিয়ে বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস । নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি নিয়ে বিতর্কে নতুন রাজনৈতিক মোড় ।তৃণমূল কংগ্রেসের তরফে গেরুয়া শিবিরের এই ‘নেতাজি প্রেম’কে তীব্র ভাষায় কটাক্ষ করা হল তাদের মুখপত্র ‘জাগোবাংলা’য় (India Gate Netaji hologram vanish criticize in Jago Bangla TMC) । এনিয়ে টুইট করেছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন । তব কেন্দ্রের পক্ষ থেকে হলোগ্রাম না থাকার জন্য আবহাওয়াজনিত কারণকে দায়ী করা হয়েছে ।

ইন্ডিয়া গেটে তৃণমূলের সাংসদদের হাতে ধরা রয়েছে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা “ডোন্ট ব্ল্যাকআউট নেতাজি” অর্থাৎ, নেতাজিকে অন্ধকারে রেখো না । এই ছবি পোস্ট করে ডেরেক (Derek O'Brien tweet over Netaji Hologram) লিখেছেন, “তৃণমূল সাংসদেরা ঠিক সেই জায়গার বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, যেখানে বিজেপি সরকার চেষ্টা করেছে আর ব্যর্থ হয়েছে । নেতাজিকে ব্ল্যাক আউট করে দিও না । আলো আসতে দাও । নেতাজিকে কেন অন্ধকারে রাখা হয়েছে ?” সৌগত রায়ও লোকসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেছেন ।

শুক্রবার প্রকাশিত জাগোবাংলার ‘নেতাজি প্রেম’ শীর্ষক এই সম্পাদকীয়তে পদ্মফুলের নেতাজি প্রীতিকে 'গিমিক' বলে আখ্যা দিল তৃণমূল কংগ্রেস (TMC Criticizes BJP Over Netaji Hologram) । সেখানে লেখা হয়েছে, “কেন্দ্রীয় সরকারের আচরণই বলে দিচ্ছে নেতাজি নামটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে । দিল্লির বুকে বিগত 48 ঘণ্টা ধরে যা হল তা ভারতের লজ্জা, দেশপ্রেমিকদের লজ্জা । অনেক ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে নেতাজির হলোগ্রাম মূর্তি ইন্ডিয়া গেটের সামনে বসিয়েছিল কেন্দ্রীয় সরকার । বিরোধীদের সমালোচনার জেরে যে মূর্তি বসানো হয়েছিল, তা হলোগ্রামই প্রমাণ করে দিচ্ছে । তাড়াহুড়োয় এবং বিরোধীদের জবাব দিতে আস্ত মূর্তি তৈরি করাই যায়নি । বসল হলোগ্রাম । আর বসার 10 দিনের মাথায় নেতাজি মূর্তি ভ্যানিশ । বাংলার মানুষের নেতাজিপ্রেম থাকাটা স্বাভাবিক । আবেগের বিষয় । নেতাজিপ্রেম-টেম সবটাই কেন্দ্রের কাছে রাজনীতি । কখনও রামমন্দির, কখনও সীমান্তে যুদ্ধ যুদ্ধ খেলা, কখনও 370 ধারা, আবার কখনও নেতাজি মূর্তি । এর সঙ্গে দেশের শাসকদলের বিন্দুমাত্র আবেগ জড়িয়ে নেই । হিসাব করে রাজনৈতিক ভাবে পা ফেলা ।”

আরও পড়ুন: Narendra Modi on Netaji Birth Anniversary : এতদিন স্বাধীনতা সংগ্রামীদের ভোলানোর চেষ্টা হয়েছে, নেতাজি স্মরণ মঞ্চ থেকে কংগ্রেসকে খোঁচা মোদির

বিজেপির এই নেতাজি প্রেম আসলে লোক দেখানো, এই কথাই তুলে ধরেছে ঘাসফুল । এবছর সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে বাংলার নেতাজি নিয়ে ট্যাবলো বাতিল হয় । এর প্রতিবাদে ঝড়় ওঠে সব মহলে । সেই প্রতিবাদ ধামাচাপা দিতে সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ঘোষণা করে কেন্দ্র ।

তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, এটা নিয়ে কোনও রাজনীতি হচ্ছে না । আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে আবহাওয়াজনিত কারণে নেতাজি হলোগ্রাম নিভিয়ে রাখা হয়েছিল । গতকাল মধ্যরাতে এই আলো ফের জ্বালিয়ে দেওয়া হয় ।

মূর্তিটি তৈরি না হওয়া পর্যন্ত সেখানে একটি হলোগ্রাম মূর্তি রাখা হবে বলে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে । এই মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু বৃহস্পতিবার সন্ধেয় সেই মূর্তি অন্ধকারে ঢেকে যাওয়ায় মাঠে নামেন তৃণমূল সাংসদরা । আজ দলের মুখপত্রের সম্পাদকীয় কলমে সরব হল তৃণমূল।

Last Updated : Feb 4, 2022, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details