গুয়াহাটি, 26 অগাস্ট : কোরোনায় আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । আজ নিজেই একথা জানিয়ে তাঁর সংস্পর্শে আসা সকলকে কোরোনা পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন এই প্রবীণ কংগ্রেস নেতা ।
কোরোনায় আক্রান্ত তরুণ গগৈ
অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কোরোনায় আক্রান্ত । 85 বছর বয়সী এই কংগ্রেস বিধায়ককে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।
টুইটারে নিজের অসুস্থতার কথা জানিয়ে তরুণ গগৈ লেখেন, “আমার COVID-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন শীঘ্রই কোরোনার পরীক্ষা করিয়ে নিন ।” তাঁর স্ত্রী ডলি গগৈ-এর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে ।
দলের এক মুখপাত্র জানিয়েছেন, জোরহাট জেলার তিতাবর বিধানসভা কেন্দ্রের 85 বছর বয়সী এই বিধায়ককে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । এই নিয়ে অসমের 13 জন বিধায়ক কোরোনায় আক্রান্ত হলেন । এদের মধ্যে 7 জন BJP বিধায়ক, তিনজন কংগ্রেস বিধায়ক, AGP-র দু'জন বিধায়ক এবং AIUDF-এর একজন বিধায়ক রয়েছেন ।