পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / headlines

আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্স আসতেই ফের বিস্ফোরণ, নিহত ২৪ - death

সিরিয়ায় উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে বোমা পরপর দুটি গাড়িবোমা বিস্ফোরণে চার শিশুসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে গেছে। আহত কমপক্ষে ২৫ জন।

ফাইল ফোটো

By

Published : Feb 19, 2019, 10:06 AM IST

দামাস্কাস, ১৯ ফেব্রুয়ারি : সিরিয়ায় উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে বোমা পরপর দুটি গাড়িবোমা বিস্ফোরণে চার শিশুসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে গেছে। আহত কমপক্ষে ২৫ জন। গতকাল বিকেলে বিস্ফোরণটি ঘটে। মৃতদের মধ্যে চারজনকে এখনও সনাক্ত করা যায়নি।

প্রথম গাড়িবোমা হামলা শহরের কেন্দ্রে। এরপর সেখানে জখমদের উদ্ধার করতে যখন অ্যাম্বুলেন্স পৌঁছায়। তখন দ্বিতীয় বিস্ফোরণটি হয়। প্রথম বিস্ফোরণের মাত্রা অতটা না হলেও, দ্বিতীয় বিস্ফোরণটির কারণে প্রাণহানি বেশি হয়। বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি।

সিরিয়া সরকার বিরোধী গোষ্ঠীগুলির দখলে থাকা এলাকাগুলির মধ্যে অন্যতম ইদলিব। এলাকার দখল নিতে কয়েক মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নির্দেশে ইদলিবে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার সেনা। যার ফলে গত কয়েক মাসে হতাহতের সংখ্যা বেড়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details