পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / headlines

ঘুমিয়ে পড়েছিলেন চালক ? বাস উলটে আহত 20 - east midnapore

বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক । যার জেরে রাস্তায় থাকা ট্রলিতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস । ঘটনায় আহত হয়েছেন চালকসহ 20 জন যাত্রী ।

বাস উলটে আহত

By

Published : May 2, 2019, 9:50 PM IST

পটাশপুর, 2 মে : রাস্তায় থাকা ট্রলিতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস । ঘটনায় আহত হয়েছেন চালকসহ 20 জন যাত্রী । ঘটনাটি ঘটেছে পটাশপুরের পঁচেট মোড় এলাকায় । স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পটাশপুর থানার পুলিশ । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । যাত্রীদের অভিযোগ, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক ।

আজ বিকেলে ডেবরা থেকে বেলদা হয়ে এগরাগামী যাত্রী বোঝাই বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল । সে সময় প্রায় ফাঁকা রাস্তায় একটি ট্রলিকে ধাক্কা মেরে রাস্তার পাশের মাঠে উলটে যায় বাসটি ।

যাত্রীদের অভিযোগ, চালক বাস চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছিলেন । সেই কারণেই বাসটি সামনে থাকা ট্রলিকে প্রথমে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে অধিকাংশদের । তবে 7 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁরা এখনও চিকিৎসাধীন ।

পটাশপুর থানার OC স্বপন ছাপড়ি বলেন, "খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে । কিছু সময়ের মধ্যেই রাস্তার যানজট স্বাভাবিক করা হয় । বাসটিকে ক্রেনের সাহায্যে তুলে থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details