মিয়ামি, 10 ডিসেম্বর : সহপাঠীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগে অ্যামেরিকার ফ্লোরিডায় 11 বছরের এক ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ । সোমবার ফ্লোরিডা পুলিশ এ খবর জানিয়েছে । গত শুক্রবার অভিযুক্ত নাবালিকা সোশাল মিডিয়ায় হুমকি সংক্রান্ত একটি মেসেজ পোস্ট করে । তা দেখে গত শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
সহপাঠীদের খুনের হুমকি দিয়ে আমেরিকায় গ্রেপ্তার ছাত্রী
ব্রাউয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মেয়েটি প্রথমে খুনের হুমকি দেয় । যাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল পরে তাদের নামের তালিকা সোশাল মিডিয়ায় পোস্ট করে । এই পোস্টকে হালকা ভাবে নেয়নি ফ্লোরিডার পুলিশ । মেসেজটি দেখে তারা মেয়েটিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় । নাবালিকার ওই পোস্ট দেখে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে জানান, 9 ডিসেম্বর নাবালিকা ওই সহপাঠীদের হত্যা করতে পারে ।
ব্রাউয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মেয়েটি প্রথমে খুনের হুমকি দেয় । যাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল পরে তাদের নামের তালিকা সোশাল মিডিয়ায় পোস্ট করে । এই পোস্টকে হালকা ভাবে নেয়নি ফ্লোরিডার পুলিশ । মেসেজটি দেখে তারা মেয়েটিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় । নাবালিকার ওই পোস্ট দেখে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে জানান, 9 ডিসেম্বর নাবালিকা ওই সহপাঠীদের খুন করতে পারে ।
উল্লেখ্য, অ্যামেরিকার ফ্লোরিডার পার্কল্যাণ্ডের কাছে ওয়েস্টন অঞ্চলের উত্তর মিয়ামির এক স্থানীয় বিদ্যালয়ে কিছুদিন আগে গুলি করে 17 জনকে খুন করা হয় ।