New Film Shikar: যশ-নুসরতের সঙ্গে এবার একই ছবিতে ঋতুপর্ণা, ত্রয়ীর জুটিতে আসছে 'শিকার' - যশ নুসরত ঋতুপর্ণার ত্রয়ী জুটিতে আসছে শিকার
<p>বছরের শুরুতেই দারুণ চমক। যশ, নুসরত এবং ঋতুপর্ণার প্রথম জুটিতে এবার নতুন ছবি উপহার পেতে চলেছে বাঙালি দর্শক । মুম্বইয়ের পরিচালক দেবরাজ সিনহার নতুন বাংলা ছবির নাম 'শিকার' । কলকাতার এক ঝাঁ চকচকে হোটেলে হয়ে গেল ছবির আনুষ্ঠানিক ঘোষণাপর্ব । হাজির ছিলেন ছবির পরিচালক সহ আর্টিস্ট প্যানেলের তিন মহারথীই । এই প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে কাজ করবেন যশ । রয়েছেন যশ-ঘরনি নুসরতও । ছবির নাম থেকেই স্পষ্ট এটি একটি থ্রিলারধর্মী ছবি (Yash-Nusrat-Rituparna New Film Shikar ) । </p><p>তবে গল্পটি মূলত গ্রামীণ । একটি গ্রামে একটি বিরাট কেলেঙ্কারি ঘটেছে । ছবিতে সরকারি অফিসারের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা । পাশাপাশি তিনি একজন সিঙ্গল মাদারও বটে । ওদিকে জানা গিয়েছে যশের চরিত্রটা খানিকটা রবিনহুডের মতো । তিনি শান্তিপুর গ্রামের বাসিন্দাদের কাছে ভগবানের মতো । তাঁর চরিত্রের নাম দেব । আর এই দেবেরই প্রেমিকা জিনিয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নুসরত জাহানকে । তাঁর চরিত্রেও আছে চমক ।</p><p>আগামী মাস থেকেই শ্যুটিং শুরু এই ছবির । ছবিতে নিজের চরিত্র এবং গল্প নিয়ে খুশি ঋতুপর্ণা সেনগুপ্ত । একইভাবে নতুন কাজ নিয়ে খুশি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান উভয়েই । প্রসঙ্গত, পরিচালক দেবরাজ সিনহা এর আগে বানিয়েছেন ' লভ ইন রাজস্থান', 'রক্তমুখী নীলা' । শুধু বাংলা নয়, তিনি বেশ কয়েকটি হিন্দি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন । এবার বাংলার তিন নামজাদা অভিনেতাকে নিয়ে তাঁর নয়া সফর কেমন আলোড়ন ফেলে, সেটাই দেখার । </p>
দেবরাজ সিনহার নতুন বাংলা ছবির নাম শিকার