Sourav On Swetkali: ভূতের থেকেও কেন মানুষকে বেশি ভয় পান অভিনেতা সৌরভ চক্রবর্তী? - Sourav On His New Web Series Swetkali
<p>বাংলা টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তী । পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। আর এবার জি ফাইভের আসন্ন ওয়েব সিরিজ 'শ্বেতকালী'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ । শুটিংয়ের সময়ে অন্যরা নানারকমের লৌকিক কিংবা অলৌকিক ঘটনার সম্মুখীন হলেও তিনি এহেন কোনও ঘটনার মুখে পড়েননি বলেই জানান । কিন্তু তিনি ভূত দেখতে বেশ আগ্রহী তা নিজেই জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে । ভূতে ভয় নেই তাঁর। বরং বেশি ভয় পান মানুষকে । কেননা মানুষই মানুষের সঙ্গে যুদ্ধ করে। মানুষই মানুষকে মেরে ফেলার জন্য অস্ত্র কেনে । ভূতেরা এসব কিছুই করে না ! ঠিক এই কারণে তেনাদের ভয় পান না অভিনেতা ।</p><p>একটি প্রসঙ্গে পরিচালক সানিকে এক দারুণ মাস্টারমশাই বলে দরাজ সার্টিফিকেট দেন তিনি ৷ তাঁর মতে এই পরিচালক এমনই একজন শিক্ষক যিনি ছাত্রদের জন্য় পড়াটা অনেকটা সহজ করে দেন ৷ ঠিক এই কারণে কাজটিকে উপভোগ করতে পেরেছেন অভিনেতা। প্রসঙ্গত, সৌরভকে ইদানীং আর দেখা যাচ্ছে না-কোনও ধারাবাহিকে । আপাতত ওয়েবেই কাজ বেশি করছেন অভিনেতা ৷ তাঁর কাজের তালিকায় রয়েছে 'মার্ডারস ইন দ্য হিলস', 'চরিত্রহীন', 'পাঁচফোড়ন', 'শ্বেতকালী'-র মতো সিরিজগুলি । আর ছবির তালিকায় রয়েছে 'ভবিষ্যতের ভূত', 'আমার শহর' সহ বেশ কয়েকটি কাজ । তবে, 'শ্বেতকালী' নিয়ে বিশেষ আশাবাদী সৌরভ । সাতটি পর্বের সিরিজে দর্শকদের চমকে দিতে চান অভিনেতা (Sourav On His New Web Series Swetkali) ।</p>
বাংলা টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার বহুল পরিচিত নাম সৌরভ চক্রবর্তী