কলকাতা, 27 ডিসেম্বর: যশকে (Yash Dasgupta) প্রথম এবং শেষবার দেখা গিয়েছিল 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে (Yash-Priyanka in Sohag Chand)। এর পরই বড় পর্দায় শুরু হয় তাঁর সফর । ছোট পর্দার দর্শক ভালোবেসেছিল তাঁর আর মধুমিতা সরকারের জুটিকে । তাই তাঁদের জুটিকে ফের দেখতেও চেয়েছিল দর্শক । কিন্তু আশাপূরণ হয়নি । তবে এ বার দুধের সাধ ঘোলে মেটার দিন আসন্ন । তাঁকে দেখা যাবে বাংলা ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ । তাঁর সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।
আসল ব্যাপারটা তা হলে খুলেই বলা যাক । আগামী 30 ডিসেম্বর 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এই দুই অভিনেতার আগমন ঘটবে অতিথি শিল্পীর ভূমিকায় । তাঁরা আসবেন তাঁদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'তোকে ছাড়া বাঁচব না'র প্রোমোশনে । আগামী 31 ডিসেম্বর এই ছবি দেখানো হবে বাংলা টেলিভিশনে দুপুর 2টো এবং রাত সাড়ে 9টায় । আর তাই 30 ডিসেম্বর তাঁরা অতিথি হিসেবে হাজির হবেন সোহাগের বাড়িতে ।
আরও পড়ুন:তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা, সহ-অভিনেতা তথা প্রাক্তন বয়ফ্রেন্ড শিজানের পুলিশি হেফাজত