পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Varanasi Junction New Poster: এসে গেল 'বারাণসী জংশন'-এর দ্বিতীয় পোস্টার, দোলের আগের আসছে ট্রেলার - এসে গেল বারাণসী জংশনএর দ্বিতীয় পোস্টার

হাজির হল রিঙ্গো বন্দোপাধ্যায়ের নতুন সিরিজ 'বারাণসী জংশন'-এর দ্বিতীয় পোস্টার (New Series Varanasi Junction)। ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী 6 মার্চ ৷

Varanasi Junction New Poster
বারাণসী জংশন সিরিজের দ্বিতীয় পোস্টার

By

Published : Mar 4, 2023, 8:07 PM IST

কলকাতা, 4 মার্চ:আপনি কি রহস্য ভালোবাসেন? কিছুতেই শান্তিতে ঘুমোতে পারেন না ? দুপুরে কিংবা রাতে রহস্যজনক কিছু কানে না-এলে মনটা আনচান করে ? আরে আসছে তো 'বারাণসী জংশন' । ক'দিন আগেই রক্ত মাখা ছুরি আর রহস্যমন্ডিত অজ্ঞাত চেহারা দিয়ে প্রকাশ পেয়েছিল গা ছমছমে পোস্টার । আর ঠিক তার পরেই এসেছিল রোমহর্ষক ভিডয়ো টিজার। কাহিনির প্রেক্ষিতে, সাড়া ফেলে দিয়েছিল গঙ্গার তীরের আলো আঁধারির ঘেরাটোপ, আসন্ন বিপর্যয়, নির্জন বালুচরের ভয়ানক রহস্যের ইঙ্গিত, ছায়া মূর্তি, অজানা দিগন্ত । আর এবার প্রকাশ্যে এল রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'বারাণসী জংশন'-এর দ্বিতীয় পোস্টার (New Series Varanasi Junction)।

গল্পে বাড়ছে রহস্যের টানটান উত্তেজনা । ক্রমশ প্রকাশ্য হচ্ছে কহিনির ভয়ানক প্রেক্ষাপট । এই রুদ্ধশ্বাস রহস্য গল্প মুক্তি পেতে চলেছে মার্চ মাসেই ৷ সিরিজটি দেখতে হলে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি-তে । ইতিমধ্যেই সাড়া ফেলেছে চরিত্রদের লুক, টিজার এবং পোস্টার । এবার পালা ট্রেলারের ।আর তারই অপেক্ষায় এখন দিন গুনছে দর্শক । 6 মার্চ আসবে ট্রেলার।

গল্পটি গড়ে উঠেছে উত্তরপ্রদেশের এক সাংবাদিক সুপ্রিয়া যোশিকে কেন্দ্র করে ৷ সুপ্রিয়া একটি পোর্টালে কাজ করে ৷ তাঁর নজর পড়ে একজন ইউটিউবারের হঠাৎ নিঁখোজ হয়ে যাওয়ার একটি ঘটনার ওপর ৷ সে জড়িয়ে পড়ে এই রহস্যে ৷ রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ওয়েব সিরিজ মানেই সেখানে বাড়তি কিছু প্রাপ্তি তা বলাই বাহুল্য । আর তাই এবারও তাঁর নতুন গল্প দেখতে মুখিয়ে আছে দর্শক । প্রসঙ্গত, পুরো ছবটিই শ্যুটিং করা হয়েছে মোবাইলে ৷

আরও পড়ুন:মলদ্বীপে উত্তাল সাগরবেলায় মোহময়ী শানায়া

কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় স্বয়ং। প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর রিং আ বেল ফিল্মস। সাউন্ড ডিজাইন করেছেন তীর্থংকর মজুমদার। অভিনয়ে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়, জিতসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিশ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জাইগিরদার, মহম্মদ করীম, অগ্নীভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details