লখনউ, 22 ফেব্রুয়ারি:'ইউপি মে কা বা'-খ্যাত গায়িকা (Notice to UP Mein Ka Ba Singer) নেহা সিং রাঠোরকে শো-কজ নোটিশ পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ ৷ কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়, সে সম্পর্কে জবাব দেওয়ার জন্য তাঁকে তিনদিন সময় দেওয়া হয়েছে । পুলিশ (Uttar Pradesh Police) জানিয়েছে যে, ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক বিভাগের অধীনে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে গায়িকার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ।
নেহা (Neha Singh Rathore) তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । ভিডিয়োতে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রুপসূচক একটি ব়্যাপ গেয়েছেন তিনি ৷ তার মাধ্যমেই তিনি ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যে, যোগীরাজ্যের পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়েছে । 2022 সালে উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভা নির্বাচনের সময় নেহা সিং রাঠোরের 'ইউ মে কা বা সিজন টু' গানটি খবরের শিরোনামে এসেছিল ।
রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ জন্য গায়িকার কাছে একটি সাত পয়েন্টের প্রশ্নপত্র পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ তারা গায়িকাকে নোটিশ দিয়ে জানিয়েছে যে, নেহার গান সমাজে বিভেদ সৃষ্টি করেছে ৷ ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে নিজের গান আপলোড করেন নেহা সিং রাঠোর ৷