কলকাতা, 1 অক্টোবর: উৎসবের মরশুমে উৎসবকে গল্পের কাহিনিতে ব্যবহার করতে কখনওই পিছিয়ে থাকে না বাংলা টেলিভিশন । প্রায় প্রত্যেক ধারাবাহিকেই পরিবারে দুর্গাপুজোর আয়োজন করা হয় । বাস্তবের পুজো দশমী পেরোলেই শুরু হয় টেলিভিশনের পুজো । তাই টেলি দর্শকের পুজোর আমেজ চলে প্রায় 15-20 দিন । এবারও তার অন্যথা হবে না । নানা রকমের ধারাবাহিকে নানা ভাবে আসতে চলেছে পুজো ৷ শুধু তাই নয় রিয়েলিটি শো-গুলিতেও দুর্গা পুজোকে কেন্দ্র করে আসছে বিশেষ পর্ব (Durga Puja Special Episode)৷
'সাহেবের চিঠি' ধারাবাহিকে যেমন পুজোর আয়োজন থাকবে, তেমনই থাকবে 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'-তেও(Bodhisattwor Bodhbuddhi Durga Puja Special) । পাড়ার পুজো এবার সোজা চলে আসবে বোধিদের ঘরে । এই নিয়ে নানান জল্পনা তো চলছেই, আর চলছে বোধির সমস্যা সমাধানের অভিযান । যে কোনও সমস্যার সমাধান এক নিমেষে বাতলে দিতে পারে এই বিস্ময় বালক (Bodhisattwor Bodhbuddhi in Durga Puja)।