কলকাতা, 27 ফেব্রুয়ারি:বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'সোনার সংসার অ্যাওয়ার্ড' (Sonar Sansar Awards) অনুষ্ঠান । এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিকের কুশীলবদের পাশাপাশি হাজির থাকেন অন্যান্য শিল্পীরাও । নাচ, গান, কমেডি, আড্ডায় মেতে ওঠেন সকলে । আর তার জন্য অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি । এ বারও সেই রীতি মেনেই হয়ে গেল প্রোমো শুটিং (Bengali TV Serials)৷
জমজমাট প্রোমো শুট: প্রস্তুতি শুধু অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিনের জন্যই নয়, প্রস্তুতি চলে প্রোমো শুটের জন্যও (Promo shoot)। প্রোমো শুটের জন্য থাকে আলাদা পোশাক, আলাদা সংলাপ, আলাদা লোকেশন- সর্বোপরি আলাদা আয়োজন । এ বারও অন্যথা হল না তার ৷ সম্প্রতি চলতি বছরের সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রোমো শুট সেরে ফেলল চ্যানেল কর্তৃপক্ষ ।
প্রোমো শুটে তারকার হাট: কে ছিলেন না এই প্রোমো শুটে ? ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শ্রুতি দাস, গৌরব রায়চৌধুরী, অঙ্কুশ হাজরা, শ্বেতা ভট্টাচার্য, হানি বাফনা, স্বস্তিকা দত্ত, বিশ্বনাথ দত্ত, আরাত্রিকা মাইতি, আদৃত রায়, রুবেল দাস, পল্লবী শর্মা, অপরাজিতা আঢ্য-সহ আরও অনেকে ।