পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sonar Sansar Awards: জমজমাট সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রোমোর শুটিং - সোনার সংসার অ্যাওয়ার্ড

সোনার সংসার অ্যাওয়ার্ডের (Sonar Sansar Awards) প্রোমোর শুটিং-এ বসল চাঁদের হাট ৷ একঝাঁক টেলিভিশন তারকাকে নিয়ে হয়ে জমজমাট শুটিং(Promo shoot)৷

Sonar Sansar Awards ETV Bharat
সোনার সংসার অ্যাওয়ার্ড

By

Published : Feb 27, 2023, 9:26 PM IST

প্রোমোর শুটিংয়ে চাঁদের হাট

কলকাতা, 27 ফেব্রুয়ারি:বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'সোনার সংসার অ্যাওয়ার্ড' (Sonar Sansar Awards) অনুষ্ঠান । এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিকের কুশীলবদের পাশাপাশি হাজির থাকেন অন্যান্য শিল্পীরাও । নাচ, গান, কমেডি, আড্ডায় মেতে ওঠেন সকলে । আর তার জন্য অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি । এ বারও সেই রীতি মেনেই হয়ে গেল প্রোমো শুটিং (Bengali TV Serials)৷

জমজমাট প্রোমো শুট: প্রস্তুতি শুধু অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিনের জন্যই নয়, প্রস্তুতি চলে প্রোমো শুটের জন্যও (Promo shoot)। প্রোমো শুটের জন্য থাকে আলাদা পোশাক, আলাদা সংলাপ, আলাদা লোকেশন- সর্বোপরি আলাদা আয়োজন । এ বারও অন্যথা হল না তার ৷ সম্প্রতি চলতি বছরের সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রোমো শুট সেরে ফেলল চ্যানেল কর্তৃপক্ষ ।

প্রোমো শুটে তারকার হাট: কে ছিলেন না এই প্রোমো শুটে ? ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শ্রুতি দাস, গৌরব রায়চৌধুরী, অঙ্কুশ হাজরা, শ্বেতা ভট্টাচার্য, হানি বাফনা, স্বস্তিকা দত্ত, বিশ্বনাথ দত্ত, আরাত্রিকা মাইতি, আদৃত রায়, রুবেল দাস, পল্লবী শর্মা, অপরাজিতা আঢ্য-সহ আরও অনেকে ।

আরও পড়ুন:বছরের শুরু ও শেষে বুম্বাদার উপহার 'শেষ পাতা' ও 'স্কুপ'

গ্ল্যামার ছড়ালেন স্বস্তিকা থেকে শুভশ্রী: স্বস্তিকা দত্তকে দেখা গেল নীল আনারকলি পোশাকে ৷ শ্বেতা পরেছেন বেগুনি রঙের শাড়ি ৷ হানি পরেছেন বেগুনি রঙের এম্ব্রয়ডারি করা পাঞ্জাবি ৷ আদৃত আর বিশ্বনাথের পরনে হলুদ পাঞ্জাবি ৷ সৌমিতৃষার পরনে হলুদ শাড়ি ৷ শুভশ্রী পরেছেন নীল আর সাদার কম্বিনেশনে তৈরি গাউন ৷ রুবেল এবং পল্লবীর পরনে সাদা পাঞ্জাবি এবং শাড়ি ৷ আর অঙ্কুশ পরেছেন ঝকমকে ব্লেজার ।

বিভিন্ন বিভাগে পুরস্কার: সেরা ধারাবাহিক, সেরা নন ফিকশন, সেরা বউমা থেকে সেরা জামাই - অগণিত বিভাগে পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে । চ্যানেল সূত্রে খবর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্ব মিটবে 9 মার্চ । তবে, কবে তা টেলিভিশনের পর্দায় দেখানো হবে তা ঠিক হয়নি এখনও ।

ABOUT THE AUTHOR

...view details