কলকাতা, 18 অগস্ট: শেষ হতে চলেছে বাংলা ধারাবাহিক 'খড়কুটো'। 17 অগস্ট দু'বছর সম্পূর্ণ হবে ধারাবাহিকের । দু'বছরের জার্নির দ্য এন্ড হতে চলেছে এবার । কিন্তু সেটা হ্যাপি এন্ডিং নয় তা ইতিমধ্যেই জেনে ফেলেছেন দর্শকরা । আগের দিনের পর্বে দেখানো হয়েছে যে ব্রেন টিউমারে মারা গিয়েছে দর্শকের প্রিয় গুনগুন । আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে অনেকে । লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ধারাবাহিকটি বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ ।
লেখিকা কোনওকালেই সোশাল মিডিয়ার কথায় কর্ণপাত করেন না । নিজের ছন্দে যুক্তি দিয়ে গল্প এগিয়ে নিয়ে চলেন । আর তাতেই হয় বাজিমাত । 2020 সালের 17 অগস্ট থেকে যাত্রা শুরু হয় এই ধারাবাহিকের । সন্ধে সাড়ে সাতটার স্লটে সম্প্রচারিত হত 'খড়কুটো'। পরেরপর বেশ কয়েকবার বেঙ্গল টপার হয় এই ধারাবাহিক । এরপর প্রতিযোগিতার লড়াইয়ে একসময় পিছিয়েও পড়ে গুনগুনের পরিবার । কিন্তু গুনগুনের প্রতি দর্শকের ভালোবাসা কমেনি এতটুকুও । বড়লোক ডাক্তার বাপের দুলালি মেয়ে একজন সম্পূর্ণ মানুষে পরিণত হয় শ্বশুরবাড়ির ছত্রছায়ায় এসে ।
মধ্যবিত্ত শ্বশুরবাড়ির মানুষগুলিকে দু'হাতে আগলে ধরে সে । পরিবারও অচল হয়ে পড়ে গুনগুনকে ছাড়া । এহেন গুনগুন এরপর মা হয় । কিন্তু ব্রেন টিউমারের মতো জটিল অসুখ দানা বাঁধে তার শরীরে । চিকিৎসকরা অস্ত্রোপচার করেও শেষ রক্ষা করতে পারেন না । অবশেষে মৃত্যু হয় দর্শকের প্রিয় গুনগুনের । এই পর্যন্ত দেখে ফেলেছেন দর্শক । এরপর কী হতে চলেছে তা আন্দাজ করে গর্জে উঠেছেন অনেকে ।