বালিঝড়ে আছেন তৃণা-কৌশিক-ইন্দ্রাশিস কলকাতা, 2 ফেব্রুয়ারি:6 ফেব্রুয়ারি থেকে সন্ধে 6 টায় দর্শক দরবারে আসছে বাংলা ধারাবাহিক 'বালিঝড়'। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় আসছে এই ধারাবাহিক (New Bengali Serial)। একদিকে রাজনীতিবিদ সমুদ্র সেনের রাজনৈতিক দক্ষতা, অন্যদিকে স্রোত, ঝোরা আর মহার্ঘর ত্রিকোণ ভালোবাসা - এই সবের প্রেক্ষাপটেই লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) লেখনীতে নতুন বাংলা ধারাবাহিক 'বালিঝড়' ।
গল্পের দিকে তাকালে দেখা যাবে, সমুদ্র সেন একজন ধনী, ক্ষমতালোভী রাজনীতিবিদ । সে তার সাম্রাজ্য নিজের মেয়ে ঝোরাকে দিয়ে যেতে চায় । মহার্ঘ একজন অকুতোভয়, বুদ্ধিমান, দক্ষ রাজনৈতিক বিশ্লেষক । সমুদ্র সেনের উত্থানের পিছনে তার বড় অবদান রয়েছে । সমুদ্র সেন চায় ঝোরার সঙ্গে মহার্ঘর বিয়ে দিতে । কিন্তু ঝোরা ভালোবাসে স্রোতকে । সে মধ্যবিত্ত পরিবারের ছেলে । সমুদ্র মহার্ঘর সঙ্গে ঝোরার বিয়ের কথা বললে ভেঙে পড়ে স্রোত ।
এরপর কী করবে ঝোরা ? সে কি বাবার প্রতিশ্রুতি রাখতে ভুলে যাবে নিজের ভালোবাসা স্রোতকে ? নাকি যে কোনও মূল্যে সে জয়ী করবে নিজের ভালোবাসাকে ? জানতে হলে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তৃণা সাহা (Trina Saha), কৌশিক রায় (Koushik Roy), ইন্দ্রাশিস রায় (Indrasish Roy) ছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ময়না মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ভরত কল, অম্বরীশ ভট্টাচার্য, তথাগত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।
আরও পড়ুন:নতুন চরিত্র থেকে নীলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের রটনা- অকপট তৃণা
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শেষ হয়েছে তৃণা এবং কৌশিক জুটির 'খড়কুটো'। সেখানে গুনগুনের মৃত্যু দেখানোয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপর রুষ্ট হয়েছিলেন দর্শকরা । এ বার সেই জুটি আবারও ফিরছে, কিন্তু তাঁদের ভাগ্যের লিখনও লীনা গঙ্গোপাধ্যায়েরই হাতে । সুতরাং চোখ থাক সেদিকেই । কোথাকার জল কোথায় গড়াবে তা জানার জন্য বালিঝড় দেখার আর্জি জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।