কলকাতা, 27 মার্চ: আজ বিশ্ব নাট্য দিবস (World Theatre Day)। পাশাপাশি চলছে বাংলা নাটকের দেড়শো বছর । একইভাবে গ্রুপ থিয়েটারের পঁচাত্তর বছর । কোথায় দাঁড়িয়ে আছে আজকের বাংলা নাটক ? পরিবর্তন দরকার কোন জায়গায় ? নিজেদের মতামত ব্যক্ত করলেন তিন নাট্যকর্মী খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অশোক মুখোপাধ্যায় এবং দেবনাথ চট্টোপাধ্যায় ।
বাংলা থিয়েটারের অন্যতম কর্মী খরাজ মুখোপাধ্যায় ইটিভি ভারতকে সাক্ষাৎকারে বলেন, "এই মুহূর্তে আমাদের দল 'ডজন দুজন' নামের একটি নাটক শ্রুতিনাটক হিসেবে পরিবেশন করে । দু'জন করে অভিনয় করে বারোটা নাটক । তাই 'ডজন দু'জন'। 9-10 মিনিটের নাটক । এটা নিয়ে আকাশবাণীর সঙ্গেও আমাদের কথা হয়েছে । বাংলা নাটকের দর্শক মানেই সে বিরাট বোদ্ধা হবে এমনটা নয় । এমন অনেক দর্শক আছেন যাঁরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের রসদ খুঁজতে বাংলা নাটক দেখেন । আমি তাঁদের জন্য নাটক বানাতে চাই । বিশ্ব নাট্য দিবসে এটাই আমার অঙ্গীকার । আর সেই জন্যই 'রঙ্গবতী', 'পড়ে পাওয়া ষোলো আনা' আমি বানিয়েছি ।"
অশোক মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বললেন, নাটক নিয়ে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে । রাজ্য নাট্য মেলায় তিনি নিজেও কাজ করেছেন । তবে আজও শ্রুতিনাটক সরকারি স্বীকৃতি না পাওয়ায় তাঁর খুব খারাপ লাগে বলে জানালেন এই নাট্যকর্মী । তাঁর মতে, শ্রুতিনাটক দাঁড়িয়ে রয়েছে কেবল সংলাপ পরিবেশনের উপর ভিত্তি করে । অভিনয়ও যতই অঙ্গভঙ্গি করে বলা হোক না কেন সংলাপ অত্যন্ত জরুরি । আর সেই শ্রুতিনাটকই কোনও সরকারি স্বীকৃতি পায়নি বলে আক্ষেপ করেন তিনি । এর জন্য আরেকটু প্রচার দরকার বলে তিনি মনে করেন । তাঁর মতে, সরকার এ দিকে একটু নজর দিলে ভালো হবে । এক কোণে পড়ে আছে নাটকের এই বিভাগটা।
আরও পড়ুন:মুম্বইতে 'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023'-এর মঞ্চে বুম্বাদা-রাজকুমার
অপরদিকে, দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, "বাংলা থিয়েটার করে আজ অবধি কেউ জীবনযাপন করতে পারল না। সহজ কথায় পেট চালানোর সাহস দেখাতে পারল না । আমার কলকাতার বাইরে অনেক নাট্যকর্মী বন্ধু আছেন যাঁরা নাটক করে সংসার চালান । তবে, হ্যাঁ সবটা খারাপ বলব না । গত 5-6 বছরে বেশ কয়েকটি নাট্যদল কর্মীদের ঠিকমতো পারিশ্রমিক দিচ্ছে । এটা ভালো দিক। কিন্তু আজও একটা জিনিস ভাবলে খারাপ লাগে যে শ্রুতিনাটকের শিল্পীরা কোনও সরকারি অনুদান পান না ।"