পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Railway Men Teaser: ভোপাল গ্যাস দুর্ঘটনার ভয়ংকর স্মৃতি এবার ওয়েবে, অভিনয়ে কেকে মেনন-মাধবন-বাবিল - ভোপাল গ্যাস দুর্ঘটনার ভয়ংকর স্মৃতি এবার ওয়েবে

1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার ইতিবৃত্ত এবার উঠে আসতে চলেছে ওয়েব সিরিজে ৷ কেকে মেনন, আর মাধবন, দিব্যেন্দু শর্মা এবং বাবিল খান অভিনীত এই সিরিজের টিজার মুক্তি পেল শনিবার ৷ সিরিজটির নাম 'দ্য রেলওয়ে মেন' ৷

The Railway Men teaser
ভোপাল গ্যাস দুর্ঘটনার ভয়ংকর স্মৃতি এবার ওটিটিতে

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 4:29 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: ভোপাল গ্যাস দুর্ঘটনা আজও ভারতের ইতিহাসে একটি কালো দিন হয়ে রয়ে গিয়েছে ৷ 1984 সালের এই ভয়ংকর দুুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হাজার হাজার সাধারণ মানুষের ৷ এবার সেই ভয়ংকর স্মৃতিই উঠে আসতে চলেছে ওয়েব সিরিজে ৷ কেকে মেনন, আর মাধবন, দিব্যেন্দু শর্মা এবং বাবিল খানকে দেখা যাবে 'দ্য রেলওয়ে মেন' নামক এই সিরিজে ৷ শনিবার মুক্তি পেল এই কাহিনির টিজার ৷

নেটফ্লিক্সে মুক্তি পাবে চার পর্বের এই ওয়েব সিরিজ ৷ 'দ্য রেলওয়ে মেন' তুলে ধরবে এই ভয়ানক কাহিনির কিছু অজানা নায়কদের গল্প ৷ টিজারে প্রথমেই দেখানো হয়েছে কারখানার গ্যাস লিকেজের দৃশ্য় ৷ কেকে মেনন, বাবিলদের দেখা গিয়েছে রেলওয়ে আধিকারিকদের ভূমিকায় ৷ এই দুর্ঘটনার পর মানুষেকে উদ্ধার করতে যাঁরা জীবন বাজি রেখছিলেন ৷ মাধবনও তাঁর ফার্স্ট লুকেও নজর কেড়েছেন ৷ ভোপালের এই ভয়ংকর দুর্ঘটনার বেশকিছু অজানা সত্য় তুলে আনার আশ্বাস দিয়েছে এই কাহিনি ৷

মাধবনকে সিরিজে দেখা যাবে সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজারের চরিত্র ৷ কেকে-কে তিনিই নির্দেশ দেন উদ্ধারের কাজ আরম্ভ করতে ৷ বাবিলকে দেখা গিয়েছে একজন লোকো পাইলটের চরিত্রে ৷ বোঝাই যায় বেশ টানটান হতে চলেছে সিরিজটির কাহিনি ৷ কিছুদিন আগেই রানিগঞ্জের কয়লা খনিতে আটকে পড়া কিছু শ্রমিককে উদ্ধারের কাহিনি অক্ষয় কুমার ফুটিয়ে তুলেছিলেন 'মিশন রানিগঞ্জ' ছবিতে ৷ এবার সিরিজের মোড়কে ইতিহাসের পাতা থেকে উঠে আসবে আরও একটি গল্প ৷

আরও পড়ুন:দ্বিতীয় দিনেও বক্সঅফিসে উড়ল না কঙ্গনার 'তেজস'

সিরিজটির গল্প লিখেছেন আয়ুষ গুপ্ত ৷ নবাগত পরিচালক শিব রাওয়াইলের পরিচালনার 18 নভেম্বর মুক্তি পাবে এই কাহিনি ৷ 1984 সালে আমেরিকান ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন নামক একটি কীটনাশক কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্য়াস লিকেজ-এর ফলে মৃত্যু হয় প্রায় 5000 মানুষের ৷ এই সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছে নেটফ্লিক্স ৷ আর তার সঙ্গে হাত মিলিয়েছে যশরাজ ফিল্মসও ৷

ABOUT THE AUTHOR

...view details