কলকাতা : সালটা 1970 । উত্তাল কলকাতা । সবে মাত্র কংগ্রেসকে পরাজিত করে যুক্ত ফ্রন্ট রাজ্যে সরকার গঠন করেছে । আবার একইসময়ে দিকে দিকে শক্তি বৃদ্ধি করছে নকশাল বাড়ি আন্দোলন । চার দিকে চলছে রাজনৈতিক হত্যা । আর তারই মধ্যে 1971 সালে নাট্যকার সরোজ রায়ের হাতে ' গরুর গাড়ির হেডলাইট ' নাটকের সৃষ্টি । না একেবারেই রাজনৈতিক পটভূমি নয় । বরং তখনকার রূঢ় বাস্তব থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে একটি নির্মল হাসির নাটক ।
দর্শকদের হাসাতে হাসাতে পঞ্চাশে পদার্পণ করল নাট্যদল ‘নটসেনা’-র প্রযোজিত সরোজ রায়ের নাটক 'গরুর গাড়ির হেডলাইট' আজও হাসতে হাসতে এবং একই সঙ্গে দর্শকদের হাসাতে হাসাতে পঞ্চাশে পদার্পণ করল নাট্যদল ‘নটসেনা’র এই প্রডাকশন (Bengali Comedy Drama Gorur Garir Headlight)। দলের সম্পাদক দুলাল দেবনাথ বলেন, "প্রাণপুরুষ সরোজ রায় 1971 সালে দল তৈরি করেন । এরপর 1972 সালের 8 মার্চ ব্রতচারী বিদ্যাশ্রমের মুক্তমঞ্চে নাটকটি প্রথমবার মঞ্চস্থ হয় । সেই শুরু । তারপর দেখতে দেখতে কেটে গেছে 50 বছর । সম্প্রতি আকাদেমিতে 1340তম শো হল । নাট্যকার সরোজ রায় তাঁর এই নাটকটিকে বলতেন ' ননসেন্স কমেডি' । কিন্তু এই নাটকটি স্যাটায়ারই বা নয় কেন ? কারণ এই নাটকে অযোগ্যের ভিড়ে কাজটাই তো পন্ড । বিষয় চয়নে, সংলাপে, অভিনয়ে ও প্রয়োগে নো ননসেন্স থেকে সেন্সে ফেরার এ এক মজাদার পরিক্রমা ।"
সম্প্রতি আকাদেমিতে হয়ে গেল এই নাটকের 1340তম শো দিনে দিনে বাংলা থিয়েটার তার জৌলুস হারিয়েছে কিছুটা । তবে এই নাটকের যে ' মাস অ্যাপিল ' তা আজও অক্ষুন্ন । দেশে খুব কম নাট্যদল রয়েছে যাঁদের কোনও একটি নাটক বা প্রযোজনা পঞ্চাশে পদার্পণ করতে পেরেছে । নাটক কম করেনি এই দলও ৷ তবে 'গরুর গাড়ির হেডলাইট ' যে জনপ্রিয়তা এবং দর্শকদের ভালবাসা কুড়িয়েছে তা সবচেয়ে বেশি।
এই বিষয়ে দলের তত্ত্বাবধায়ক উদয়ন চক্রবর্তী বলেন, "এই নাটকটিতে কোনও রাজনীতির প্রসঙ্গ নেই, কোনও প্রপসের ব্যবহার নেই, শুধু মাত্র একটি গান ছাড়া সংগীত বা বাজনাও নেই। নাটকের বিষয়বস্তু এবং অভিনেতাদের মুনশিয়ানাই এর জনপ্রিয়তার উপপাদ্য । নির্মল আনন্দ দেওয়াই এই নাটকটির একমাত্র উদ্দেশ্য । তাই হয়তো আজও ঠিক একই রকম জনপ্রিয় গরুর গাড়ির হেডলাইট । সম্ভবত আমাদের রাজ্য তথা দেশের এই নাটকটি একমাত্র যেটি 50 বছরে পদার্পণ করেছে।"
1971 সালে নাট্যকার সরোজ রায়ের হাতে ' গরুর গাড়ির হেডলাইট ' নাটকের সৃষ্টি । শুধুমাত্র রাজ্যের বিভিন্ন জায়গায় থেকেই নয় দেশের এমনকি ত্রিপুরায় পর্যন্ত ডাক পেয়েছে 'নটসেনা' । 1994 সালে সরোজ রায় মারা গেলেও থেমে থাকেনি নাটকের প্রডাকশন । এরপর বহু গুণী মানুষের তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে এগিয়ে চলেছে নটসেনা । দলের সভাপতি দেবব্রত ভট্টাচার্য বলেন, "আমি এই দলের সবথেকে পুরনো অভিনেতা । গত 50 বছরে বিভিন্ন পুরুষ চরিত্রে অভিনয় করেছেন 54 জন এবং মহিলা চরিত্রে অভিনয় করেছেন 26 জন ।"
হাসাতে হাসাতে পঞ্চাশ বছর পার করে ফেলল 'গরুর গাড়ির হেডলাইট' আরও পড়ুন: সবুজ জল কন্যার লুকে নেটিজেনদের কাত করলেন রুবিনা
গরুর গাড়ির হেডলাইট ছাড়াও নটসেনার বাকি প্রযোজনাগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘ন্য হন্যতে’, ‘কলিবুলি’, ‘ফাটা গোপাল’,’বুদ্ধুরাম’ । প্রসঙ্গত এখানে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটার প্রযোজিত আগাথা ক্রিস্টির লেখা ' দা মাউসট্র্যাপ ' এর উল্লেখ করা প্রয়োজন । কারণ এই নাটকটিও 1950 সাল থেকে একটানা 2020 সাল পর্যন্ত মঞ্চস্থ হয়ে এসেছে । এরপর সারা বিশ্বে যখন করোনা অতিমারি দেখা দেয় তখন মাঝে কিছু সময় বন্ধ থাকলেও আবার 2021 সাল থেকে শুরু হয়েছে এই নাটকটির মঞ্চায়ন ।