কলকাতা, 20 মে : বাংলা টেলিভিশনে রাহুল এবং রুকমা জুটি শুধুমাত্র জনপ্রিয়ই নয়, বহু আলোচিতও বটে । 'দেশের মাটি' ধারাবাহিকের দৌলতে জুটি বেঁধে প্রথম কাজ করেছিলেন তাঁরা । অল্প ক'দিনের মধ্যেই নজর কেড়ে নেয় রাজা-মাম্পি জুটি । দর্শকরা তাঁদের জুটির নামকরণ করে 'রাম্পি'। এহেন 'রাম্পি' জুটিকে দর্শক ফের দেখতে চেয়েছিল টিভির পর্দায়। তাদের ইচ্ছাপূরণ হয়েছে ।
এখন টিভির পর্দায় চলছে ধারাবাহিক 'লালকুঠি' (Bengali Serial Lalkuthi)। সেখানে বিক্রম-অনামিকা জুটি হিসেবে রয়েছেন রাহুল এবং রুকমা । এই জুটিকে নিয়ে দর্শকের উৎসাহের অন্ত নেই । কিন্তু এর মাঝেই প্রিয় অভিনেতা রাহুলকে নিয়ে বিরূপ মন্তব্য পেশ করে ফেলেছে নেট নাগরিকবৃন্দ ।নেটিজেনেদের কথায়, "রাহুল ঘুমিয়ে ঘুমিয়ে অভিনয় করছেন ।" আসলে রাহুলকে ঘিরে তাঁদের চাহিদা আকাশচুম্বী । তাই এদিক থেকে ওদিক হলেই তাদের মুখ ভার হয় । ধারাবাহিক শুরুর পরে ঠিক তেমনটাই হয়েছিল ।