কলকাতা, 19 জুলাই:টেলিভিশনের দৌলতে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস দু'জনেই জনপ্রিয় ৷ তাঁদের দু'জনের রিয়েল লাইফ কেমিস্ট্রি দেখেও মুগ্ধ অনুরাগীরা ৷ দু'জনেই একসঙ্গে প্রায়শই শেয়ার করেন বিভিন্ন রিলস ৷ এবার অসুস্থ হয়ে পড়লেন রুবেল । জানা গিয়েছে তাঁর দুই পায়ের হাড় ভেঙে গিয়েছে ৷ অভিনেতার ঘনিষ্ট বান্ধবী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে এমনটাই খবর মিলেছে ৷
বুধবার রুবেলের দ্রুত আরোগ্য কামনা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শ্বেতা ৷ রুবেলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "আমার চ্যাম্প দ্রুত সেরে ওঠো ৷ আমি জানি তুমি সাহসী ৷ আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি ৷ তুমি ভালো তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতেই পারে না ৷ শুধু কয়েকটা দিনের অপেক্ষা ৷ ভালোবাসা রইল ৷ সবসময় তোমার সঙ্গে আছি ৷"
তাঁর এই পোস্ট দেখে স্বাভাবিকভাবেই কৌতুহলী হয়ে উঠেছিল নেটপাড়া ৷ কারণ তিনি পোস্টে রুবেলের অসুস্থতা নিয়ে কিছুই উল্লেখ করেননি ৷ ফলতো ঠিক কী হয়েছে রুবেলের তা নিয়ে প্রশ্ন ছিলই ৷ কেউ লিখেছিলেন, "কী হয়েছে রুবেলদার?" আবার কেউ লিখেছিলেন,"দ্রুত সুস্থ হয়ে ওঠো দাদা ৷"