পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sweta On Rubel: 'আমার বিশ্বাস তুমি দ্রুত সেরে উঠবে...', রুবেলের আরোগ্য কামনায় শ্বেতা - আমার বিশ্বাস তুমি দ্রুত সেরে উঠবে

অসুস্থ অভিনেতা রুবেল দাস ৷ পায়ের হাড় ভেঙে গিয়েছে তাঁর ৷ তাঁর আরোগ্য কামনা করে একটি পোস্ট করেন শ্বেতা। তিনি লিখেছেন, "আমার চ্যাম্প দ্রুত সেরে ওঠো ৷"

Sweta Bhattacharya on Rubel Das
অসুস্থ রুবেল দাস আরোগ্য কামনায় পোস্ট শ্বেতার

By

Published : Jul 19, 2023, 1:51 PM IST

Updated : Jul 19, 2023, 2:01 PM IST

কলকাতা, 19 জুলাই:টেলিভিশনের দৌলতে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস দু'জনেই জনপ্রিয় ৷ তাঁদের দু'জনের রিয়েল লাইফ কেমিস্ট্রি দেখেও মুগ্ধ অনুরাগীরা ৷ দু'জনেই একসঙ্গে প্রায়শই শেয়ার করেন বিভিন্ন রিলস ৷ এবার অসুস্থ হয়ে পড়লেন রুবেল । জানা গিয়েছে তাঁর দুই পায়ের হাড় ভেঙে গিয়েছে ৷ অভিনেতার ঘনিষ্ট বান্ধবী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে এমনটাই খবর মিলেছে ৷

বুধবার রুবেলের দ্রুত আরোগ্য কামনা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শ্বেতা ৷ রুবেলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "আমার চ্যাম্প দ্রুত সেরে ওঠো ৷ আমি জানি তুমি সাহসী ৷ আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি ৷ তুমি ভালো তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতেই পারে না ৷ শুধু কয়েকটা দিনের অপেক্ষা ৷ ভালোবাসা রইল ৷ সবসময় তোমার সঙ্গে আছি ৷"

শ্বেতার নতুন ইনস্টা পোস্ট

তাঁর এই পোস্ট দেখে স্বাভাবিকভাবেই কৌতুহলী হয়ে উঠেছিল নেটপাড়া ৷ কারণ তিনি পোস্টে রুবেলের অসুস্থতা নিয়ে কিছুই উল্লেখ করেননি ৷ ফলতো ঠিক কী হয়েছে রুবেলের তা নিয়ে প্রশ্ন ছিলই ৷ কেউ লিখেছিলেন, "কী হয়েছে রুবেলদার?" আবার কেউ লিখেছিলেন,"দ্রুত সুস্থ হয়ে ওঠো দাদা ৷"

এরপর ইটিভি ভারতের তরফেও এই তারকা জুটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ সেখান থেকেই জানা গিয়েছে দুই পায়েরই হাড় ভেঙে গিয়েছে রুবেলের ৷ সম্প্রতি বাড়ি ফেরার পথে গাড়িতে বসে একটি মজার রিলসও শেয়ার করতে দেখা গিয়েছিল অভিনেতাকে ৷ পাশে ছিলেন শ্বেতাও ৷ তাঁদের এই ভিডিয়ো বেশ পছন্দ করেছিলেন অনুরাগীরা ৷ আর তারপরই এই দুর্ঘটনা ৷

আরও পড়ুন:'পুরানো সেই দিনের কথা...', প্রিয় রিনাদির সঙ্গে আড্ডার স্মৃতিতে ডুব দিলেন কমলেশ্বর

শ্বেতা সম্প্রতি বড়পর্দাতেও পা রেখেছেন অভিজিৎ সেনের 'প্রজাপতি' ছবির হাত ধরে ৷ তাঁর এই ছবি বেশ প্রশংসা কুড়িয়ে বিভিন্ন মহলে ৷ পাশাপাশি বক্স অফিসেও সফল দেব-শ্বেতা জুটি ৷ তাই তাঁকে আগামীতে আরও বেশি করে রূপোলি পর্দায় দেখার জন্য নিশ্চয়ই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ অন্যদিকে, ছোটপর্দায় তাঁর 'সোহাগজল' ধারাবাহিকটি বেশ নজর কেড়েছিল সকলের ৷

Last Updated : Jul 19, 2023, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details