পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Swastika Dutta in Jony Bonny: 'সিচ্যুয়েশন অনুযায়ী চরিত্রের শেড বদলাবে', আঁখিকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা - swastika dutta opens up about her new character in jony bonny

"সিরিজের সিচ্যুয়েশন অনুযায়ী আমার চরিত্রের শেড বদলাবে ।" তাঁর নতুন সিরিজ 'জনি বনি' নিয়ে মুখ খুললেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta New Web Series)৷ খুব শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের ।

Swastika Dutta in Jony Bonny
'সিচ্যুয়েশন অনুযায়ী চরিত্রের শেড বদলাবে', আঁখিকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

By

Published : Jun 23, 2022, 1:51 PM IST

Updated : Jun 23, 2022, 4:59 PM IST

কলকাতা, 23 জুন :বেশ কিছুদিন আগেই ওয়েবে অভিষেক ঘটেছে অভিনেত্রী স্বস্তিকা দত্তর । ইতিমধ্যেই 'আনন্দ আশ্রম' এবং 'উত্তরণ'-এ কাজ করার পর এবার ক্লিক-এর মঞ্চেও অভিষেক ঘটতে চলেছে তাঁর ৷ আসছে নতুন ওয়েব সিরিজ 'জনি বনি' (Swastika Dutta New Web Series) । অভিজিৎ চৌধুরীর পরিচালনায় এই সিরিজে স্বস্তিকা জুটি বাঁধছেন দেবাশিস মণ্ডলের সঙ্গে । দেবাশিস অর্থাৎ যাঁকে 'মন্দার' বলেই বেশি চেনেন সকলে এখানে তিনি রয়েছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায় ৷ তাঁর চরিত্রের নাম জনি আর অন্যদিকে তাঁরই স্ত্রীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে ৷ এখানে স্বস্তিকার চরিত্রের নাম আঁখি ।

এই চরিত্রের মধ্যে নানা ধরনের শেড আছে বলে জানালেন স্বস্তিকা । তাঁর কথায়, "সিরিজের ক্ষেত্রে চরিত্র নিয়ে বলে দিলে সবটাই বলা হয়ে যায় । তাই এটুকুই বলব, সিরিজের সিচ্যুয়েশন অনুযায়ী আমার চরিত্রের শেড বদলাবে । এর থেকে বেশি কিছু বলব না ।" উল্লেখ্য, টেলিপর্দায় মানুষের অফুরান ভালবাসা পেয়ে স্বস্তিকা পা রেখেছেন ওয়েব দুনিয়ায় । 'আনন্দ আশ্রম'-এর পর এবার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত হইচই সিরিজ 'উত্তরণ' (Uttaran)-এ এক দারুণ চরিত্রে দর্শক পেয়েছে তাঁকে।

আসছে নতুন ওয়েব সিরিজ 'জনি বনি' ৷ এখানে স্বস্তিকার চরিত্রের নাম আঁখি

এবার ফের একবার তাঁকে অন্যভাবে পাওয়ার সুযোগ দর্শকের কাছে । খুব শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের । তাঁর এই নতুন কাজ নিয়ে কতটা উত্তেজিত তিনি ? সে ব্যাপারে তিনি বলেন, "আমি খুব এক্সাইটেড । প্রথম কারণ, এরকম একটা ডিটেকটিভ থ্রিলারের আমি একটা পার্ট হতে পেরেছি । দ্বিতীয়ত, ক্লিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ । অনেকদিন ধরে হবে হবে করে ফাইনালি হল কাজটা ।"

আরও পড়ুন : ক্লিক করলেই দেখা মিলবে 'জনি বনি'র, সঙ্গে ফ্রি নতুন জুটি

স্বস্তিকা আরও যোগ করেন, "এই কাজে যাঁর গাইডেন্স পেয়েছি তিনি অভিজিৎ চৌধুরী । ওঁর প্রচুর নামডাক । অনেক ভাল ভাল কাজ করেছেন উনি । অনেককে নিয়ে ভাল ভাল কাজও করেছেন । এই সিরিজের স্টোরিটা একটু আলাদা । কমার্শিয়ালাইজড থ্রিলার বললে ভুল হয় না । দেবাশিসকে নিয়ে কিছু বলার নেই । খুব ভাল একজন অভিনেতা । আর সেটা আমার বলার অপেক্ষা রাখে না । সবাই জানে ওঁকে । সব মিলিয়ে এই সিরিজ নিয়ে আমি খুব আশাবাদী ।"

Last Updated : Jun 23, 2022, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details