কলকাতা, 23 জুন :বেশ কিছুদিন আগেই ওয়েবে অভিষেক ঘটেছে অভিনেত্রী স্বস্তিকা দত্তর । ইতিমধ্যেই 'আনন্দ আশ্রম' এবং 'উত্তরণ'-এ কাজ করার পর এবার ক্লিক-এর মঞ্চেও অভিষেক ঘটতে চলেছে তাঁর ৷ আসছে নতুন ওয়েব সিরিজ 'জনি বনি' (Swastika Dutta New Web Series) । অভিজিৎ চৌধুরীর পরিচালনায় এই সিরিজে স্বস্তিকা জুটি বাঁধছেন দেবাশিস মণ্ডলের সঙ্গে । দেবাশিস অর্থাৎ যাঁকে 'মন্দার' বলেই বেশি চেনেন সকলে এখানে তিনি রয়েছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায় ৷ তাঁর চরিত্রের নাম জনি আর অন্যদিকে তাঁরই স্ত্রীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে ৷ এখানে স্বস্তিকার চরিত্রের নাম আঁখি ।
এই চরিত্রের মধ্যে নানা ধরনের শেড আছে বলে জানালেন স্বস্তিকা । তাঁর কথায়, "সিরিজের ক্ষেত্রে চরিত্র নিয়ে বলে দিলে সবটাই বলা হয়ে যায় । তাই এটুকুই বলব, সিরিজের সিচ্যুয়েশন অনুযায়ী আমার চরিত্রের শেড বদলাবে । এর থেকে বেশি কিছু বলব না ।" উল্লেখ্য, টেলিপর্দায় মানুষের অফুরান ভালবাসা পেয়ে স্বস্তিকা পা রেখেছেন ওয়েব দুনিয়ায় । 'আনন্দ আশ্রম'-এর পর এবার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত হইচই সিরিজ 'উত্তরণ' (Uttaran)-এ এক দারুণ চরিত্রে দর্শক পেয়েছে তাঁকে।