মুম্বই, 6 সেপ্টেম্বর: 'মাচাও মিউজিক' হাজির তাদের নতুন মিউজিক ভিডিয়ো 'নাচ বেবি' নিয়ে । আর প্রথম মিউজিক ভিডিয়োতেই ধরা দিয়েছেন সানি লিওন এবং রেমো ডি'সুজা। ভূমি ত্রিবেদী এবং বিপিন পাটোয়ার গানের সঙ্গেই এই প্রথমবার জুটি বাঁধলেন বলিউডের দুই হার্টথ্রব (Sunny Leone And Remo D Souza)। সময় পাল্টেছে মলাটবন্দি ক্যাসেটের জায়গায় এসেছে সিডি অ্যালবাম, আর এখন সেই জায়গা দখল করে নিয়েছে মিউজিক ভিডিয়ো(Sunny Leone Music Video Naach Baby) ।
গান এবং অভিনয় দুইই পাওয়া যায় একটা প্যাকেজে । গানের অন্তর্নিহিত অর্থ অভিনয়ের মাধ্যমে 3-4 মিনিটের মধ্যে প্রকাশ করে ফেলার সহজ রাস্তা মিউজিক ভিডিয়ো । বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাতেই মিউজিক ভিডিওর জয়জয়কার । দিনকয়েক আগেই হাজির হয়েছে 'মাচাও মিউজিক'-এর প্রথম মিউজিক ভিডিয়ো 'নাচ বেবি'র পোস্টার ও টিজার । আর এবার হাজির পুরো গান এবং তারা সঙ্গে মানানসই চটকদারি ভিডিয়ো । যাতে দেখা গিয়েছে সানি লিওন এবং রেমো ডি'সুজাকে (Sunny Remo Naach Baby)।