পশ্চিমবঙ্গ

west bengal

Sudipta Plays Binodini: আকাদেমিতে বিনোদিনী অপেরায় আজকের বিনোদিনী সুদীপ্তা

By

Published : Mar 8, 2023, 8:00 PM IST

আন্তর্জাতিক নারী দিবসে (Women's Day) আকাদেমিতে বিনোদিনী অপেরায় (Binodini Opera) বিনোদিনীর ভূমিকায় অভিনয় করলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Plays Binodini)৷

Sudipta Plays Binodini ETV Bharat
বিনোদিনী সুদীপ্তা

কলকাতা, 8 মার্চ:আন্তর্জাতিক নারী দিবসে (Women's Day) আজ আকাদেমির মঞ্চে মঞ্চস্থ হচ্ছে বাংলা নাটক 'বিনোদিনী অপেরা' (Binodini Opera)। ঠিক সন্ধে সাড়ে ছটায় শুরু হওয়া এই নাটকে বিনোদিনীর ভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Plays Binodini)। নাটকের স্ক্রিপ্ট লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় এবং অবন্তী চক্রবর্তী । নির্দেশনায় অবন্তী চক্রবর্তী ।

কুমার বাহাদুরের চরিত্রে পদ্মনাভ দাশগুপ্ত, গুরমুখ রায় মুৎসদ্দীর ভূমিকায় অভিনয় করেছেন নীল মুখোপাধ্যায় । এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ গুহ, বিশ্বজিৎ দাস, তথাগত চৌধুরী, প্রকাশ ভট্টাচার্য, ইন্দুদীপা সাহা, দোয়েল রায় নন্দী, বিদিশা চক্রবর্তী, শ্বেতা মুখোপাধ্যায়, সাবর্ণী ভট্টাচার্য, কৌশিক দাস, শচীন হালদার, সঞ্জীব চৌধুরী প্রমুখ ।

প্রসঙ্গত, বাংলার মঞ্চের জন্য বিনোদিনী দাসীর আত্মত্যাগ অনস্বীকার্য । বাংলা নাটকের দেড়শো বছর উদযাপনে তাঁর নাম স্মরণ না করলে হারিয়ে যাবে বাংলা নাটকের ঐতিহ্য । সীমাহীন আত্মত্যাগ সত্ত্বেও তাঁকে বহুজনের কাছ থেকে সইতে হয়েছে বহু গঞ্জনা । এমনকী তাঁর গুরু গিরীশচন্দ্র ঘোষও বাদ যাননি সেই তালিকা থেকে ।

বিনোদিনী সুদীপ্তা

বিনোদিনী দাসীর বর্ণময় জীবন কাহিনি অবলম্বনে বহু নাটক মঞ্চস্থ হয়েছে বাংলার বুকে । তবে, সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল ব্রজেন্দ্রকুমার দে'র পালা 'নটী বিনোদিনী'। এই পালায় বিনোদিনী চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বীণা দাশগুপ্ত । আর আজ আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে মঞ্চস্থ হল 'বিনোদিনী অপেরা'।

আরও পড়ুন:হাজির বিনোদিনী প্রিয়াঙ্কার লুক, গিরীশ ঘোষের ভূমিকায় ব্রাত্য

উল্লেখ্য, মঞ্চে বিনোদিনীর চরিত্রে অভিনয় করার পাশাপাশি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'বিনোদিনী এক নটীর উপাখ্যান' ছবিতে রুক্মিণী মৈত্রকে বিনোদিনী হিসেবে গড়ে তোলার কাজটিও করতে হচ্ছে সুদীপ্তা চক্রবর্তীকে । তবে, এই দায়িত্ব কাঁধে আসার অনেক আগে থেকেই নিজেকে মঞ্চের বিনোদিনী হিসেবে গড়ে তোলার জার্নি শুরু হয়েছে তাঁর । অর্থাৎ বিনোদিনীকে নিয়ে তাঁর চর্চা বহুদিনের । তার উপরে নাটকের বাড়িতেই জন্ম সুদীপ্তার । বাবা বিপ্লব কেতন চক্রবর্তীর হাত ধরেই নাটকে হাতেখড়ি অভিনেত্রীর । সুতরাং 'বিনোদিনী অপেরা' ঘিরে দর্শকের সীমাহীন প্রত্যাশা থাকবে তা বলাই বাহুল্য ।

ABOUT THE AUTHOR

...view details