কলকাতা, 8 মার্চ:আন্তর্জাতিক নারী দিবসে (Women's Day) আজ আকাদেমির মঞ্চে মঞ্চস্থ হচ্ছে বাংলা নাটক 'বিনোদিনী অপেরা' (Binodini Opera)। ঠিক সন্ধে সাড়ে ছটায় শুরু হওয়া এই নাটকে বিনোদিনীর ভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Plays Binodini)। নাটকের স্ক্রিপ্ট লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় এবং অবন্তী চক্রবর্তী । নির্দেশনায় অবন্তী চক্রবর্তী ।
কুমার বাহাদুরের চরিত্রে পদ্মনাভ দাশগুপ্ত, গুরমুখ রায় মুৎসদ্দীর ভূমিকায় অভিনয় করেছেন নীল মুখোপাধ্যায় । এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ গুহ, বিশ্বজিৎ দাস, তথাগত চৌধুরী, প্রকাশ ভট্টাচার্য, ইন্দুদীপা সাহা, দোয়েল রায় নন্দী, বিদিশা চক্রবর্তী, শ্বেতা মুখোপাধ্যায়, সাবর্ণী ভট্টাচার্য, কৌশিক দাস, শচীন হালদার, সঞ্জীব চৌধুরী প্রমুখ ।
প্রসঙ্গত, বাংলার মঞ্চের জন্য বিনোদিনী দাসীর আত্মত্যাগ অনস্বীকার্য । বাংলা নাটকের দেড়শো বছর উদযাপনে তাঁর নাম স্মরণ না করলে হারিয়ে যাবে বাংলা নাটকের ঐতিহ্য । সীমাহীন আত্মত্যাগ সত্ত্বেও তাঁকে বহুজনের কাছ থেকে সইতে হয়েছে বহু গঞ্জনা । এমনকী তাঁর গুরু গিরীশচন্দ্র ঘোষও বাদ যাননি সেই তালিকা থেকে ।