কলকাতা, 5 এপ্রিল :সদ্য সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাতটি পুরস্কার জিতে নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' । টি আর পি তালিকায় জায়গা অদলবদল হলেও মিঠাইরানির ক্রেজ আবালবৃদ্ধবনিতার কাছে এখনও তুঙ্গে । আর এবার গল্পে আসছে নয়া মোড় (Mithai Serial is Taking a New Turn)। উচ্ছেবাবু দুর্ঘটনার সম্মুখীন । মিঠাইয়ের বিশ্বাস তার উচ্ছেবাবুর কিছু হতেই পারে না । একদিন সে এক মঞ্চে রক গাইতে দেখে ঠিক তার উচ্ছেবাবুর মতো একজনকে । তার বিশ্বাস সে-ই তার উচ্ছেবাবু । এরপর কী হয় সেটাই দেখার ।
'কহ না পেয়ার হ্যায়' ছবিটার কথা মনে আছে তো ? খুন হলেন হৃত্বিক রোশন । তারপর অবিকল তাঁর মতো দেখতে একজনকে ডিস্কোতে গান গাইতে দেখেন আমিশা প্যাটেল । খুঁজে বেড়ান সেই তাঁর হারানো প্রেমিক কি না? 'মিঠাই' ধারাবাহিকেও সম্ভবত তেমন কিছুই ঘটতে চলেছে । সেরকমই আভাস মিলেছে সাম্প্রতিক প্রোমোতে । উল্লেখ্য, যে সময়ে করোনার দাপট মানুষের মুখ থেকে হাসি কেড়ে নিয়েছিল, সেই সময় মানুষকে হাসি, ঠাট্টা, মজায় মাতিয়ে তুলতে হাজির হয় ধারাবাহিক 'মিঠাই' ।