পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Web Series Srikanta : র‍্যাম্পে হাঁটলেন শ্রীকান্ত-রাজলক্ষ্মীরা - র‍্যাম্পে হাঁটলেন শ্রীকান্ত রাজলক্ষ্মীরা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী চরিত্র শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী এবার বন্দি হতে চলেছে ওয়েবে । ওয়েব সিরিজের নাম ‘শ্রীকান্ত’ । সিরিজে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে ঋষভ বসুকে । রাজলক্ষ্মীর ভূমিকায় সোহিনী সরকার (Rishav Basu and Sohini Sarkar in New Web Series Srikanta )।

Srikanta and Rajalakshmi walk on the ramp
র‍্যাম্পে হাঁটলেন শ্রীকান্ত-রাজলক্ষ্মীরা

By

Published : Apr 14, 2022, 8:37 PM IST

কলকাতা, 14 এপ্রিল :শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী চরিত্র শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী বারবার টেনেছে পরিচালকদের ৷ এবার নতুন আঙ্গিকে সমসাময়িক প্রেক্ষাপটে ওয়েব সিরিজে আসতে চলেছে এই দুই চরিত্র ৷ নির্মাতা সানি ঘোষরায় । ওয়েব সিরিজের নাম ‘শ্রীকান্ত’ ।

এই সিরিজের চরিত্রদের সম্প্রতি দেখা গেল র‍্যাম্পে । এই সিরিজে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে ঋষভ বসুকে । রাজলক্ষ্মীর ভূমিকায় সোহিনী সরকার (Rishav Basu and Sohini Sarkar in New Web Series Srikanta )। অভয়ার চরিত্রে মধুমিতা সরকার । এখানে শ্রীকান্ত একজন ফ্যাশন ডিজাইনার আর রাজলক্ষ্মী ডিভা । সেই সূত্র ধরেই শ্রীকান্ত এবং রাজলক্ষ্মীর আলাপ । এরপর ভালবাসা ৷ আর তারপর অবিশ্বাসের জ্বলন । বাকিটা সময় বলবে ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী চরিত্র শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী এবার বন্দি হতে চলেছে ওয়েবে

এই মিউজিক্যাল ওয়েব সিরিজে অন্যান্য সব চরিত্রে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, জনপ্রিয় তামিল অভিনেত্রী গায়ত্রী শঙ্কর, অঙ্গনা রায়, জুন মালিয়া, সুকৃত সাহা প্রমুখ । সংগীত পরিচালনায় দেবায়ন বন্দ্যোপাধ্যায়, প্রলয় সরকার এবং আনিস আহমেদ । গান গেয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীজিতা মিত্র । সিরিজটির আউটডোর শুটিং হয়েছে পন্ডিচেরিতে । মঙ্গলবার সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন হল একটু অন্য ঢঙে ।

সিরিজে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে ঋষভ বসুকে আর রাজলক্ষ্মীর ভূমিকায় সোহিনী সরকার

আরও পড়ুন :অভিনেত্রীর ভূমিকায় কেমন অনুভূতি জানালেন পায়েল

শহরের এক হোটেলের লনে র‍্যাম্পে হাঁটলেন ঋষভ, সোহিনী, অঙ্গনা এবং শ্রীমা । র‌্যাম্প ওয়াকের পাশাপাশি এদিন সিরিজের লাইভ মিউজিক পর্বে গান গাইলেন আনিস আহমেদ, প্রলয় সরকার, দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজিতা মিত্ররা । মুক্তি পেল ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজের তৃতীয় গান ‘রাজ্যপাঠ’ । আগেই সিরিজের বাকি দু'টি গান ‘আমাকে নাও’ এবং ‘ও রাধে রাধে’-রীতিমতো সাড়া ফেলেছে দর্শকমহলে । ১৪ এপ্রিল থেকে হ‌ইচ‌ই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজটির । প্রযোজনায় ' অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট'।

র‍্যাম্পে হাঁটলেন শ্রীকান্ত-রাজলক্ষ্মীরা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details