কলকাতা, 12 অক্টোবর: ক'দিন আগেই শেষ হয়েছে দর্শকের প্রিয় ধারাবাহিক 'মন ফাগুন'। হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় বেশ খেপচুরিয়াস হয়ে ওঠে দর্শককূল । প্রিয় পিহু আর ঋষিকে আচমকা বিদায় জানাতে রাজি ছিল না দর্শক । তারা যে বাংলা টেলিভিশনের সেরা রোম্যান্টিক জুটি ছিল । তাদের জুটিকে ফের টিভির পর্দায় ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিল অনেকেই । কিন্তু এখনও তেমন কোনও খবর নেই কোনও চ্যানেলের তরফেই । তবে হ্যাঁ, দুধের সাধ ঘোলে মেটানোর একটা খবর আছে বৈকি । 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-এর মঞ্চে আগমন ঘটতে চলেছে পিহু রানির থুড়ি সৃজলা গুহর (Srijala Guha)। অতিথি বিচারকের আসনে থাকছেন তিনি । চ্যানেলের সাম্প্রতিক প্রোমো দিয়েছে সেই খবর ।
জানা গিয়েছে, প্রতিযোগী অনুব্রতর সঙ্গে বেলি ডান্সে মেতে উঠবেন অভিনেত্রী সৃজলা । সৃজলার নৃত্যশৈলীর ব্যাপারে খুব ভালোই জানে তাঁর ভক্তকূল । একইসঙ্গে সৃজলা লেখিকাও বটে । সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর কলমে একটি বই । এ হেন সৃজলা এ বার বেলি ডান্সে মঞ্চ মাতাতে আসছেন সকলের মাঝে । লাল পোশাকে অনন্যা তিনি । বলা বাহুল্য, ডান্স ডান্স জুনিয়রের মঞ্চ এ দিন হবে আরও জমজমাট । বিচারকদের সেরা বিচার আর তার সঙ্গে ভাসান বাপির হাস্যকৌতুক, সব মিলিয়ে বেশ ভালো সাড়া ফেলেছে এই সিজন ।