কলকাতা, 12 অক্টোবর:নভেম্বর থেকেই শুরু 'দেবী চৌধুরানী: দ্য ব্যান্ডেট কুইন অফ বেঙ্গল' ছবির শুটিং। আর তার প্রস্তুতি চলছে জোরকদমে। অশ্বচালনা প্রশিক্ষণের পর এবার তলোয়ার চালনার প্রশিক্ষণ নিতে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়দের। তাঁদের এই প্রশিক্ষণ দিচ্ছেন অধ্যাপক প্রাজ্ঞ দত্ত । পরিচালক শুভ্রজিৎ মিত্রও রয়েছেন। কালো পোশাকে শ্রাবন্তীকে এদিন দেখা গেল একেবারে রণং দেহি মেজাজে । প্রাজ্ঞ দত্তর প্রশিক্ষণ বেশ উপভোগ করছেন শিল্পীরা ।
শ্রাবন্তী বলেন, "জীবনে কোনওদিন তলোয়ার ধরিনি। বেশ শক্ত কাজটা। খুবই চ্যালেঞ্জিং। কিন্তু ভালো লাগছে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। অনেক কিছু শিখছি এই ছবির দৌলতে। আমার ভক্তরা অপেক্ষা করে আছেন কবে আমাকে দেবী চৌধুরানীর বেশে দেখবেন ৷ আমিও নিজেও অপেক্ষা করে আছি। আপাতত তলোয়ার চালনার প্রশিক্ষণ চলছে । প্রাজ্ঞ দত্ত খুব ধরে ধরে শেখাচ্ছেন। খুব মজা লাগছে। কাজটা কঠিন হলেও আমি উত্তেজিত। এরপর দেবী চৌধুরানী সেজে তলোয়ার হাতে আমাকে কেমন লাগবে সেই নিয়ে তো স্বপ্ন দেখতেও শুরু করেছি।"
অশ্বচালনার পর এবার তলোয়ার চালনা শিখছে টিম দেবী চৌধুরানী শুভ্রজিৎ বলেন, "শ্রাবন্তীকে আমি দশে দশ দেব । খুব উৎসাহ আছে ওর এই বিষয়ে । সবসময় পজিটিভ এনার্জি নিয়ে থাকে। অন্যদের মধ্যেও সেটা সঞ্চারিত হয়। আমি নিজেও পজিটিভ মনের মানুষ। ফলে আমাদের সম্পর্কটাও ভালো। বাধা বিপত্তি আসে। সেটা পার করে যাওয়া আমারও লক্ষ্য, শ্রাবন্তীরও লক্ষ্য।" অর্জুন এবং বিবৃতি প্রসঙ্গে পরিচালক বলেন, "অর্জুন আর বিবৃতিও প্রচণ্ড খাটছে। প্রাজ্ঞ খুব অভিজ্ঞ মার্শাল আর্ট ট্রেনার । দারুণ শেখাচ্ছেন ওদের। বুম্বাদা'র সাম্প্রতিক কাজের প্রচার শেষ হলে তিনিও আমাদের সঙ্গে যোগ দেবেন।" আরও পড়ুন:'জওয়ান' দেখুন মাত্র 99 টাকায়, কোথায় জেনে নিন
এই ছবির শুটিং হবে বিহার, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বীরভূম থেকে শুরু করে কলকাতার আশপাশের এলাকায়। কলকাতায় এই ছবির শুটিং হবে না সাফ জানিয়েছেন পরিচালক। এই ছবিতে ত্রিশূল, বল্লম, কুঠার, তীর ধনুকের ব্যবহার দেখা যাবে। সহজ কথায় বলতে গেলে প্রাচীন লিপি থেকে ভারতীয় মার্শাল আর্টের ধারাকে 'দেবী চৌধুরানী' ছবিতে তুলে আনবেন শুভ্রজিৎ মিত্র। গোটা বিষয়টাতেই প্রাধান্য দেওয়া হবে শস্ত্রবিদ্যাকে। জবরদস্ত অ্যাকশন থাকবে ছবিতে। তাই এত প্রশিক্ষণ । বলতে দ্বিধা নেই, বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে একেবারে অন্য আঙিনায় মেলে ধরতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ।