পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raja Rammohan Roy : সার্ধদ্বিশত বর্ষে রাজা রামমোহন রায়, অনন্য উদ্যোগে শামিল রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি - সার্ধদ্বিশত বর্ষে রাজা রামমোহন রায় অনন্য উদ্যোগে শামিল রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি

সার্ধদ্বিশত বর্ষে (250 বছর) রাজা রামমোহন রায়। আগামি 22 মে তাঁর জন্মবার্ষিকী । আর তাই তাঁর সঙ্গীত জগৎ এবং তাঁকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি 'সোসাইটি ফর রামমোহন রায় রিএপ্রেজাল অ্যাট 250' (Special Events on The 250th Birth Anniversary of Raja Rammohan Roy )।

Special Events on Rammohan Roy 250th Birth Anniversary
সার্ধদ্বিশত বর্ষে রাজা রামমোহন রায়, অনন্য উদ্যোগে শামিল রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি'

By

Published : May 19, 2022, 5:42 PM IST

কলকাতা, 19 মে :উনবিংশ শতাব্দীর বাংলার তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশত জন্মবার্ষিকী আগামী 22 মে । এই বিশেষ ঐতিহাসিক দিনটিকে মাথায় রেখে রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি 'সোসাইটি ফর রামমোহন রায় রিএপ্রেজাল অ্যাট 250' বিগত এক বছর ধরে নানা ওয়েবিনার, পুস্তক প্রকাশ অনুষ্ঠান এবং সভা সমিতির আয়োজন করে আসছে ৷ লক্ষ্য একটাই যথাযোগ্য মর্যাদায় রামমোহন রায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা ।

রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি 'সোসাইটি ফর রামমোহন রায় রিএপ্রেজাল অ্যাট 250'-এর মুখপত্র বিশিষ্ট ঐতিহাসিক তথা শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক দীপেশ চক্রবর্তী । তাঁর সঙ্গে সহযোগিতায় রয়েছেন একদল বিশিষ্ট ঐতিহাসিক, গবেষক তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তনিকা সরকার, আশোকা বিশ্ববিদ্যালয়ের অধক্ষ্য অধ্যাপক রুদ্রাংশু মুখোপাধ্যায়, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের অধ্যাপিকা রোজিঙ্কা চৌধুরী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ঊর্মিলা দে বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত বিশারদ প্রমিতা মল্লিক প্রমুখ ।

আগামী 30মে সন্ধ্যা সাড়ে ছ'টায় এই নিয়ে কলকাতার সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে (Special Events on The 250th Birth Anniversary of Raja Rammohan Roy )। 'রামমোহন রায়ের গানের জগৎ - দি মিউজিকাল ইউনিভার্স অফ রাজা রামমোহন রায়' শীর্ষক এই অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশিত হবে তৎকালীন প্রচলিত শাস্ত্রীয় সঙ্গীত । গান গাইবেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী নির্মাল্য দে, খেয়াল শিল্পী তুষার দত্তর মতো বিশিষ্ট শিল্পীরা ।

অনুষ্ঠানটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে । প্রথম ভাগে আছেন সেই সকল শাস্ত্রীয় সঙ্গীত রচয়িতা যাঁদের গান রামমহনের সঙ্গীত সত্ত্বা এবং মননকে পুষ্ট করেছিলেন । যেমন- তানসেন, অদারঙ্গ, সদারঙ্গ, রামনিধি গুপ্ত (নিধুবাবু), কালিদাস চট্টোপাধ্যায় (কালি মির্জা), রঘুনাথ রায় প্রমুখ । আর দ্বিতীয় ভাগে থাকছে স্বয়ং রামমোহনের রচনা এবং সব শেষে তৃতীয় ভাগে থাকছে সেই সকল সঙ্গীত রচয়িতাদের গান যাঁরা রামমোহনের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ব্রহ্মসঙ্গীত রচনা করেন ।

আরও পড়ুন: বাপুর জীবনযুদ্ধের কাহিনি এবার ওয়েবে, গান্ধির চরিত্রে প্রতীক

এই সমিতি আগামি 27 এবং 28 মে কলকাতায় একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করেছে । এই কনফারেন্সটি 10 নম্বর লেক টেরাসে, যদুনাথ ভবন এবং মিউজিয়াম ও রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে । আমন্ত্রিতদের মধ্যে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রর শিকাগো বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয়, কেম্ব্রিজ, সেন্ট এন্ডরুজ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা । এছাড়াও এই কনফারেন্সে যোগদান করবেন কলকাতার বিশিষ্ট ঐতিহাসিক পার্থ চট্টোপাধ্যায় এবং গৌতম ভদ্র ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details