কলকাতা, 19 মে :উনবিংশ শতাব্দীর বাংলার তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশত জন্মবার্ষিকী আগামী 22 মে । এই বিশেষ ঐতিহাসিক দিনটিকে মাথায় রেখে রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি 'সোসাইটি ফর রামমোহন রায় রিএপ্রেজাল অ্যাট 250' বিগত এক বছর ধরে নানা ওয়েবিনার, পুস্তক প্রকাশ অনুষ্ঠান এবং সভা সমিতির আয়োজন করে আসছে ৷ লক্ষ্য একটাই যথাযোগ্য মর্যাদায় রামমোহন রায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা ।
রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি 'সোসাইটি ফর রামমোহন রায় রিএপ্রেজাল অ্যাট 250'-এর মুখপত্র বিশিষ্ট ঐতিহাসিক তথা শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক দীপেশ চক্রবর্তী । তাঁর সঙ্গে সহযোগিতায় রয়েছেন একদল বিশিষ্ট ঐতিহাসিক, গবেষক তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তনিকা সরকার, আশোকা বিশ্ববিদ্যালয়ের অধক্ষ্য অধ্যাপক রুদ্রাংশু মুখোপাধ্যায়, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের অধ্যাপিকা রোজিঙ্কা চৌধুরী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ঊর্মিলা দে বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত বিশারদ প্রমিতা মল্লিক প্রমুখ ।
আগামী 30মে সন্ধ্যা সাড়ে ছ'টায় এই নিয়ে কলকাতার সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে (Special Events on The 250th Birth Anniversary of Raja Rammohan Roy )। 'রামমোহন রায়ের গানের জগৎ - দি মিউজিকাল ইউনিভার্স অফ রাজা রামমোহন রায়' শীর্ষক এই অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশিত হবে তৎকালীন প্রচলিত শাস্ত্রীয় সঙ্গীত । গান গাইবেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী নির্মাল্য দে, খেয়াল শিল্পী তুষার দত্তর মতো বিশিষ্ট শিল্পীরা ।