কলকাতা, 3 জুলাই:'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে সোমবার থাকছে দারুণ চমক । ধারাবাহিকের শিশু চরিত্র ভোদার আজ বিয়ে । বিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থা উঠে আসছে এই ধারাবাহিকে । ভারতে তখন ইংরেজ শাসন । তখন বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সেই সূত্র ধরেই বিয়ে হয়েছে কমলা ও পৃথ্বীরাজের । আর এবার লাড্ডুর । পারুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ভোদা অর্থাৎ লাড্ডু থুড়ি সৌম্যদীপ্ত সাহা ।
'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে বিয়ের শুটিংয়ে গায়ে হলুদ পর্বের ছবি পোস্ট করেছেন লাড্ডুর মা সঙ্গীতা সাহা । লাড্ডু কাজ এবং পড়া শোনা দু'দিক ব্যালান্স করে কীভাবে তা জানতে চাইলে সঙ্গীতা বলেন, "পড়াশোনাটা যে জরুরি সেটা লাড্ডু বুঝে গিয়েছে এটা আমার জন্য খুব সুবিধা হয়েছে বলব সবার আগে ৷ তাই বেশি বলতে হয় না আমাকে । পড়াশোনাতেও ও বেশ ভালো । স্কুল থেকেও সাপোর্ট পায় অনেক । প্রত্যেকটা বিষয় ও একাই পড়ে । ক্লাস ফাইভে 81 শতাংশ নম্বর পেয়েছে । স্কুলের বন্ধুরা সব নোটস দেয় ওকে । ওদের কাছে আমরা কৃতজ্ঞ । একটা কথা বলতেই হয়, লাড্ডূ যেটা করে মন দিয়ে করে ।"
টলিউডে শিশুশিল্পী হিসাবে লাড্ডু এখন বেশ পরিচিত নাম । সৌম্যদীপ্ত সাহা নামটি সে নিজেই হয়তো ভুলতে বসেছে । ক্যালকাটা পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌম্যদীপ্ত । অনেক ছোট বয়স থেকেই পর্দার সামনে তার আনাগোনা । 2017 সালে এক প্রথম সারির বিনোদন চ্যানেলে 'রূপকথা' ধারাবাহিকের হাত ধরে যাত্রা শুরু হয় লাড্ডুর ।